বই: দি লস্ট সিম্বল [পিডিএফ ডাউনলোড করুন]
লেখক: ড্যান ব্রাউন
অনুবাদক: শেখ আবদুল হাকিম
প্রকাশনী: সালমা বুক ডিপো
মুদ্রিত মূল্য: ৩৫০৳
গোপন এক জ্ঞান রক্ষা করে আসছে সিক্রেট সোসাইটি ফ্রিম্যাসন। বলা হচ্ছে, সেই জ্ঞান অযোগ্য বা ক্ষতি করতে প্রস্তুত এমন কোনো লোকের হাতে পড়লে অপূরনীয় ক্ষতি হয়ে যাবে পৃথিবীর। অসংখ্য কোড আর প্রতীকের ধাঁধার আড়ালে লুকিয়ে আছে সেই জ্ঞান। সেটার অর্থ উদ্ধারের জন্য কৌশলে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসা হলো রবার্ট ল্যাংডনকে। জানতে পারলেন বন্ধু পিটার সলোমনের মারাত্মক বিপদ। কোড আর প্রতীকের অর্থ উদ্ধারের জন্য জিম্মি করা হয়েছে তাকে। ল্যাংডনকে বাধ্য করা হলো ওটার অর্থ উদ্ধারের জন্য। বন্ধুকে বাঁচাবার জন্য মরিয়া ল্যাংডন নিজেই জানেন না ওই কোডের অর্থ কি হতে পারে। তবে শেষপর্যন্ত সলোমনের বোন ক্যাথরিনের সাহায্য নিয়ে পিরামিডের গায়ে খোদাই করা কোডের অর্থ উদ্ধার করতে পারলেন তিনি। পৃথিবীবাসী কী তা হলে ভয়ংকর আর গোপন সেই জ্ঞান জানতে পারবে?
রবার্ট ল্যাংডন সিরিজের এই বইটি পড়তে পড়তে বেশ সময় লাগলো। শুরু হয়েছিল গতবছর এরপরে বিভিন্ন ঝামেলায় পড়া হয়নি। তবে এবারে যেন আটঘাট নেমেই পড়েছি। এবং এই সিরিজের আগের বই দুটোর মতো এটাও ভালো লাগছে। এখানে বিজ্ঞান, ধর্ম, ইতিহাস, সিম্বল এর পাশাপাশি একটা সম্পর্কের গভীরতাও তুলে ধরেছেন লেখক। ভুল বুঝাবুঝি কখনোই সম্পর্কের উন্নতি করে না অবনতি ছাড়া। সে যা-ই হোক, সব মিলিয়ে বইটা খারাপ লাগেনি।
অনুবাদ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন— কার অনুবাদ ভালো হবে, কোন অনুবাদকের বই নিবেন? সেক্ষেত্রে বলা যায়- এই অনুবাদটি খারাপ না। আমার কাছে ভালোই লাগছে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....