তিতীর্ষা : আনোয়ার হোসেন | Titeersha: Anower Hossain

  • Book : তিতীর্ষা
  • Author : আনোয়ার হোসেন
  • Publisher : ভূমিপ্রকাশ
  • Category : সমকালীন উপন্যাস
  • Quality : হার্ডকভার
  • ISBN 9789849301875
  • Edition 1st Published, 2018
  • Number of Pages 261
  • Country : বাংলাদেশ
  • Language : বাংলা
  • রিভিউ : চাতকী রূপা

পরিবার মানে হলো একটি নির্ভরতার জায়গা, কয়েকটি প্রাণের একটি নির্দিষ্ট আশ্রয়কেন্দ্র যেখানে এলে মানুষ আপনাতেই এক স্বস্তি পায়। সারাদিনের ক্লান্তি কিংবা বাইরের সমস্ত দুঃখ-বেদনা ঠেলে এখানে এলেই স্বস্তির এক লম্বা নিঃশ্বাস ফেলা যায়। কিন্তু পরিবারই যদি হয় অশান্তির এক ডিপো, তবে আর কোথায় এই নির্ভরতাটুকু খুঁজে পাওয়া যাবে?

মুহাম্মদ আনোয়ার হোসেন কর্তৃক রচিত ইসলামিক pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

১। কুরআন কিয়ামত পরকাল
২। কুরআন কোয়াসার শিঙ্গায় ফুৎকার 
৩। কুরআন মহাবিশ্ব মহাধ্বংস
৪। কুরআন মহাবিশ্ব মূলতত্ত্ব
৫। কুরআন সৃষ্টিতত্ত্ব বিগ-ব্যাংগ

কাহিনী সংক্ষেপ

অবসরপ্রাপ্ত এনামুল হক এবং স্কুল শিক্ষিকা আয়েশা হকের একমাত্র সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোরোগ বিশেষজ্ঞ ড. মাজেদুল হক এই বইটির মূল চরিত্র। তিনজন সদস্যের এই পরিবারটির সকলেই বাহ্যিক দৃষ্টিতে সবাই সফল জীবনের অধিকারী। কিন্তু আসলেই কি তারা ব্যক্তিজীবনে কেউ সুখী হতে পেরেছেন? প্রশ্নটি মাজেদের বাবা-মায়ের ক্ষেত্রে যতটা প্রযোজ্য মাজেদের ক্ষেত্রেও তাই। তাদের ব্যক্তিজীবনের অসুখী ছাপ তাদের সন্তানের উপর প্রভাব বিস্তার করে নেতিবাচকভাবেই। এভাবেই অভ্যস্ত হয়ে যায় মাজেদের। হাল ছেড়ে দিয়ে নিজে থেকে যুক্তি দাড় করায়– সুখ-দুঃখ মিলিয়েই তো জীবন। চলুক না, চলছে তো এভাবেই। কিন্তু মন নিয়ে যার এত এত কাজ; মনোরোগ বিশেষজ্ঞ হয়েও পরিবারকে বোঝাতে না পারার ব্যর্থতার দায় কাকে বয়ে বেড়াতে হয়? তার নিজেকেই তো! তবে? প্রশ্ন রয়ে যায়। 

এক সময় তারানা নামের এক অদ্ভুত রোগীর সাথে দেখা হয় তার। সব কেসের থেকে এই কেসটা আলাদা এবং জটিল মনে হয় তার কাছে। কাজেই সবকাজের অগ্রাধিকারের তালিকায় উঠে আসে তারানা। ড. মাজেদ ব্যক্তিগতভাবেও জড়িয়ে পড়ে এতে। উঠে আসে এক কঠিন সত্য। যা চাপা দেওয়া ছিল একমুখো কঠিন স্বভাবের এই মেয়েটার কাছে।
কী হয়েছিল তারানার? কেন এই কেসটা একজন মনোরোগ বিশেষজ্ঞকেও এতটা ভাবিয়ে তোলে? শেষ মুহূর্তে কী পরিণতি হয়। 


ব্যক্তিগত মতামত

তিতীর্ষা উপন্যাসটি আমার কাছে তেমন একটা আকর্ষণীয় লাগেনি। বর্ণনাভঙ্গি দুর্বল এবং কিছু ভুলও লক্ষ্যনীয়। যা উপন্যাসটির পড়া চালিয়ে যেতে এক অনীহা কিংবা অনিচ্ছা জেঁকে বসেছিল। এদিকটায় লেখক একটু নজর দিলে বেশ একটি উপন্যাস হতে পারতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ