আ ক্রিসমাস ক্যারল : চার্লস ডিকেন্স - Aa Crismas Carol

আ ক্রিসমাস ক্যারল
লেখক - চার্লস ডিকেন্স
প্রকাশনী - পাঞ্জেরী
দাম - ১৩০ টাকা


রুপকথা পড়তে কার না ভালো লাগে। আমারও ভালো লাগে। ইউরোপীয় রুপকথা হলে তো কথাই নেই। ইউরোপীয় রুপকথায় থাকে বরফের ছোঁয়া, ফায়ারপ্লেস, কেক, ট্রেন, টেলিগ্রাফসহ আরও অনেক কিছু। যা রুপকথার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে আরও কয়েকগুণ। বাঙালি লেখকদের ফিকশনও পড়েছি। বাঙালি ফিকশন লেখকদের মধ্যে সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমি সবচেয়ে এগিয়ে রাখবো। কারণ তারা বাংলার গন্ডি ছাড়াতে পেরেছিলেন। কল্পনায় প্রকাশ করতে পেরেছিলেন অসামান্য কিছু। ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সও ছিলেন সেরকম একজন। তিনি তাঁর লেখায় অসাধারণ ভাবনাকে তুলে আনতে পারতেন। আ ক্রিসমাস ক্যারল চার্লস ডিকেন্সের অনন্য এক সৃষ্টি৷ আ ক্রিসমাস ক্যারলের মূল চরিত্র স্ক্রুজ ইবেনজার। যিনি অনেক ধনী কিন্তু কৃপন এক ব্যক্তি৷ কারো জন্য এক পয়সা দান করতেন না।


তাঁর ব্যবসায়িক পার্টনার ছিলো মার্লে। যে বছর সাতেক আগে মারা যায়। ক্রিসমাসের আগের দিন তিনি তাঁর এবং মার্লের বাড়িতে ঘুমোতে যান। মার্লের মৃত্যুর পর থেকে বাড়িটি তাঁরই। হঠাৎ ভয়ংকর এক শব্দ। তারপর স্ক্রুজ বেড়িয়ে পড়েন কারো সাথে এক অজানা যাত্রায়। দেখতে পান টাকার পিছনে ছুটে তিনি কী কী হারালেন এবং হারাতে পারেন। স্ক্রুজ ইবেনজারের সাথে শেষে কী হয়েছিলো? কেমন কেটেছিলো তাঁর ক্রিসমাস? এই দুটো প্রশ্নের উত্তর ও চার্লস ডিকেন্সের এই অসাধারণ সৃষ্টির স্বাদ গ্রহণ করতে চাইলে পড়তেই হবে আ ক্রিসমাস ক্যারল। আ ক্রিসমাস ক্যারেলে লেখক তুলে এনেছেন অনেক সুন্দর এক ভাবনা। কী সেই ভাবনা জানতে হলে পড়তে হবে আ ক্রিসমাস ক্যারল।

আ ক্রিসমাস ক্যারল (পেপারব্যাক)
সচিত্র কিশোর ক্লাসিক সিরিজ -৬১
লেখক : চার্লস ডিকেন্স,শাফিনূর শাফিন (অনুবাদক)
প্রকাশনী : পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ