বইয়ের নাম : অঙ্ক ভাইয়া
লেখক : চমক হাসান
ধরণ : নন- ফিকশন,শিক্ষণীয়।
প্রকাশক : আদর্শ
মলাট মূল্য :২৮০ টাকা
মূল বিষয় :
এত গণিত শিখে লাভ কি? যোগ-বিয়োগ আর গুণ-ভাগ শিখলেই তো চলে, তাই নাহ? আমাদেরকে কেন জ্যামিতি শিখতে হবে কেন? 1st, 2nd, 3rd হয়, কেন 1th, 2th, 3th নয়? 21=Twenty one, 22=Twenty two তাহলে 11=Onety one, 12= Onety two না কেন? বাংলাদেশের আয়তন বর্গমিটার নাকি ঘনমিটার? বীজগণিত কেন দরকার? ১ মৌলিক সংখ্যা নয় কেন?
এমন হাজারো অদ্ভুত আর আজব প্রশ্ন সারাক্ষণ আমাদের মাথায় কিলবিল করে। যদিও এসব প্রশ্নকে সবাই এড়িয়ে যায়, কিন্তু চমক হাসান ভাইয়া যাননি। বরং গল্পোচ্ছলে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন "অঙ্ক ভাইয়া" নামক বইটিতে।
পছন্দের কারণ:
১. গল্পোচ্ছলে সাজানো
২. ৮৯ টি মজার প্রশ্নের উত্তর
৩. সহজ ভাষায় বর্ণনা
৪. উদাহরণের মাধ্যমে প্রমাণ
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....