ছায়া সন্ধান : মনোয়ারুল ইসলাম - ইবুক পাঠ প্রতিক্রিয়া! | Chaya Shondhan By Monowarul Islam

পেটের উপর থেকে শাড়িটা একপাশে সরিয়ে সেখানে পরম মমতায় হাত বুলিয়ে সুজাতা বলল, ‘আর কটা দিন চুপচাপ থাক।'

সুজাতার ক্রমান্বয়ে স্ফীত হওয়ায় পেটটা প্রতিদিন বড় হচ্ছে। পেটের ভিতর টলটলে পানি, সেই পানিতে ডুবে আছে আরেকজন৷ যে প্রতিদিন প্রহর গুনছে পৃথিবীর আলো দেখার। 

এই আলো কী দেখার সুযোগ পাবে সে? 
  • বই : ছায়া সন্ধান 
  • লেখক : Monowarul Islam 
  • ধরন : ছোট গল্প 
  • প্রকাশক : Boighor (ইবুক) 
  • রিভিউ লিখেছেন : Tazmilur Rahman 

মাত্র কয়েক মিনিটেই পড়ে ফেললাম লেখক মনোয়ারুল ইসলাম ভাইয়ের ছোট গল্প“ছায়া সন্ধান"। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, ব্যাক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। 
গল্প ছোট হলেও গল্পের প্লট ছিল খুবই দারুণ। 

গল্পের চরিত্রগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে বিল্ড আপ করেছেন লেখক। প্রতিটি চরিত্রের সাথে অতি দ্রুত পরিচয় হতে পারবেন আপনি। 

গল্পটিতে লেখক মুক্তিযুদ্ধের সময়কার কাহিনী বর্ণনা করেছেন ৷ সে সময়কার প্রভাবশালীদের অসদ আচরণ , কু দৃষ্টি ; স্বামী , স্ত্রীর গর্ভজাত সন্তান হারানোর শঙ্কা ;যুদ্ধের সময় গ্রামের লোকেদের উপর হানাদারদের নির্মম নির্যাতন; এসব বিষয় খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন,লেখক। 

বইয়ের প্রচ্ছদটা আমার কাছে বেশ ভালোই লেগেছে
।গল্প অনুযায়ী প্রচ্ছদের মিল লক্ষ করা যায়। 

গল্পের ভালো লাগার মতো অনেক বাক্য ও শব্দ রয়েছে ।এর মধ্যে গল্পের শেষের লাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট একটি লাইনে তিনি(লেখক) অনেক বড় কিছু বুঝিয়েছেন। 

এছাড়া গল্পের একটি শব্দ “ পোয়াতি " অর্থাৎ গর্ভধারিনী। এই শব্দটি আমার কাছে খুবই ভালো লেগেছে। 

ছোট গল্প ছোট রিভিউ
হ্যাপ্পি রিডিং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ