ছায়া সন্ধান : মনোয়ারুল ইসলাম | Chaya Shondhan : Monowarul Islam

"ছায়া সন্ধান" বইটা যুদ্ধের সময়ের। দেশের বিভিন্ন অঞ্চলে সবসময় একটি বিভেদের দেওয়ার তুলে দাঁড়িয়ে থাকে অর্থনৈতিক বৈষম্য। প্রাচুর্যের আধিক্য থাকলে মানুষ পাষাণ হয়ে যায়। শোষণ করে আরও সম্পদ গড়তে চায়। চায় সবাই তার পায়ের নিচে থাকবে। কাজের সাথে কামের দিকেও নজর থাকে গ্রামের মোড়ল জাতীয় মানুষদের। তাদের লোলুপ দৃষ্টি এড়িয়ে বাঁচার তাগিদ খুঁজে নারীরা।


"ছায়া সন্ধান" এমনই এক ছোটো গল্প যেখানে আর্থিক দৈন্যতার পাশাপাশি উঠে এসেছে গ্রামের মোড়লের কু-নজর। সেই সাথে যুদ্ধের ভয়ংকর দিকের প্রতিও আলোকপাত করেছেন লেখক। গল্পের শেষ দারুণ লেগেছে। বেশি কিছু বলছি না, স্পয়লার হয়ে যাবে।

লেখকের গল্পবুনন, শব্দশৈলী সবসময়ই চমৎকার। ভাষাশৈলী মুগ্ধ করেছে। গল্পের গতিও মন্দ ছিল না। তবে মনে হয়েছে, লেখক চাইলেই মাঝের জায়গাগুলোতে গল্পের গতি শ্লথ করতে পারতেন। দ্রুততার সাথে এগিয়ে যাওয়া গল্প কখন যে শেষ হয়ে গেল, ঠিক বুঝে উঠতে পারিনি। এক পর্যায়ে ভুলেই গিয়েছিলাম যে ছোটো গল্প পড়ছি। এমন গল্প বৃহৎ পরিসরে আসার দাবি রাখে। সে কারণেই হয়তো কিছুটা অপ্রাপ্তি ঘিরে ধরছে। গল্প আরেকটু বড়ো হলে খারাপ হতো না।

পাঁচ অধ্যায়ে রচিত "ছায়া সন্ধান" প্রকাশ করেছে ইবুক প্রকাশক "বইঘর"। বইঘর অ্যাপের একটা কমন সমস্যা লক্ষ্য করেছি, গল্পের মাঝে অনেক জায়গায় ফন্ট বড়ো ছোটো থাকে। এছাড়া দুয়েকটা মুদ্রণ প্রমাদ ছিল। কিছু জায়গায় 'য়' আসেনি। যেমন 'সময়' হয়ে গিয়েছিল 'সম'। 'ধোঁয়ায়' এর পরিবর্তে লেখা ছিল 'ধোঁয়া'.... ইত্যাদি।

"ছায়া সন্ধান" ছোটো গল্প হিসেবে পারফেক্ট। দ্রুত সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়। ইবুক জাতীয় এমন প্রকাশনা মুগ্ধ করছে। ভবিষ্যতে এমন আরও ভালো কাজ চাই তাদের কাছ থেকে।

বই : ছায়া সন্ধান
লেখক : মনোয়ারুল ইসলাম
অধ্যায় : ৫
প্রকাশনী : বইঘর (ইবুক)
মূল্য : ৩০ টাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ