ইংলিশ মেডিসিন ফুল ডোজ প্যাকেজ লেখক : সাহাদাৎ হোসেন | English Medicine Full Does Package

  • বই : ইংলিশ মেডিসিন ফুল ডোজ প্যাকেজ
  • লেখক : সাহাদাৎ হোসেন
  • প্রকাশনী : কাব্যগ্রন্থ প্রকাশন
  • বিষয় : ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা
  • পৃষ্ঠা : 1120, কভার : পেপার ব্যাক
  • ভাষা : English, বাংলা
  • প্রথম ডোজ- Requisites for acquiring skill In spoken english
  • দ্বিতীয় ডোজ- Different Types of Sentences used In Spoken English
  • তৃতীয় ডোজ- Conversation In English With spoken English
  • চতুর্থ ডোজ- Vocabulary with Word book In spoken English
  • পঞ্চম ডোজ- Short Freehand Writing In spoken English এই পাঁচটি ডোজ-এ যা যা শিখতে পারবেন
১. প্রতিটি ডোজে আছে বাংলা উচ্চারণ, অর্থ ও ব্যবহার করার কোলাকৌশল।
২. গ্রামারের রুলস ব্যবহার করে স্পোকেন ইংরেজি শিখা
৩. একাডেমিক, অনএকাডেমিক, বিসিএস ও ভর্তি নিয়োগের উপযোগী
৪. শর্ট রাইটিং পার্ট এর মাধ্যমে Composition, Essay, Paragraph, Letter, E-mail, Dialogue, Report, Summarizing, Application, Story, Graph

FIRST DOSE REQUISITES FOR ACQUIRING SKILL IN SPOKEN ENGLISH

(ইংরেজিতে কথোপকথনে দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ) তোমাদের মধ্যে অনেকেই ইংরেজিতে কথা বলতে পার না। কেউ তোমাদের ইংরেজিতে প্রশ্ন করলে তার অর্থ বুঝে সঠিক উত্তরটি শুদ্ধ ইংরেজিতে চটপট বলতে পার না। উত্তরটি হয়তো লিখতে পারবে, কিন্তু বলতে গেলেই যত অসুবিধা। এর কারণ কী? এর কারণ হল ছোটবেলা থেকে ইংরেজিতে কথা বলার অভ্যাসের অভাব। তাই তোমরা এখন থেকে যদি নিয়মিত ইংরেজি বলা অভ্যাস কর, তা হলে দেখবে যে কয়েক মাসের মধ্যে ইংরেজি বলার অসুবিধাগুলি (লজ্জা, ভয়, জিহ্বার জড়তা ইত্যাদি) অনেকখানি কাটিয়ে উঠেছ। প্রথম প্রথম ভুল হবে, প্রশ্নের উত্তর দিতে দেরি হবে, ইংরেজি বলতে বলতে আটকে যাবে, হয়তো নিরুৎসাহ বোধ করবে; কিন্তু অভ্যাস ছাড়বে না। ইংরেজি বলা অভ্যাস করে চলবে। কারণ জলে বার বার না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি তুমি ইংরেজি না বললে কোনও বই বা কোনও শিক্ষক তোমাকে ইংরেজি বলা শেখাতে পারবে না। শুধু বই পড়ে ইংরেজিতে কথাবার্তা বলতে শেখা যায় না। সুতরাং বন্ধুদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে এবং বাড়িতেও তোমরা ইংরেজি বলা অভ্যাস করবে। মনে রাখবে, এই অভ্যাসের গুণেই তুমি অনর্গল শুদ্ধ ইংরেজি বলতে পারবে। এই অভ্যাস কিভাবে করবে এবং ইংরেজির কোন কোন বিষয় বিশেষভাবে শিখবে, সেগুলি এই বই-এর চারটি Part-এ বিভিন্ন Lesson-এ আলোচনা করা হয়েছে।

তোমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে যে, Spoken English-এ ইংরেজি Grammar-এর নিয়ম মানা হয় না, অর্থাৎ অশুদ্ধ ইংরেজি বললেও চলে। এটা ঠিক নয়। অশুদ্ধ বাক্য লিখবেও না, বলবেও না। 'He go' লিখলে যেমন ভুল হয়, “He gone' বললেও সেই একই ভুল হয়। তবে কিছু কিছু জায়গায় Written English-এর সঙ্গে Spoken English-এর পার্থক্য আছে। যেমন, Spoken English-এ সম্পূর্ণ Sentence না বলে Sentence-এর অংশ (Part of a sentence) বলা হয়। যেমন কেউ যদি প্রশ্ন করে, Where are you going? তাহলে তোমার উত্তর- To school.

কিন্তু লেখার সময়ে তোমাকে লিখতে হবে- I am going to school.

আরও উদাহরণ

Question

: What are you doing?

Answer

Question

: Writing a letter.

: To whom?

Answer

: To my uncle.

এরকম আরও পার্থক্য বিভিন্ন Lesson-এ Question-Answer এবং Conversation

5. নমস্কার, মা।

Good afternoon, mummy [গুড্ আফটারনূন মাম্মি] Good afternoon, my daughter [গুড আফটারনূন,

মাই ডটার]

6. বেঁচে থাকো গো মেয়ে

!

বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত

7. কাকা, নমস্কার।

Good evening, uncle [গুড্ ইভনিং, আংকল্] ৪. কাকীমা, নমস্কার। Good evening, aunty [গুড্ ইভনিং, আন্টি Good evening my child [গুড্‌ইভনিং, মাই চাইল্ড]

9. ভালোই আছি, সোনামণি!

রাত্রে বিদায় নেওয়ার সময়

10. শুভ রাত্রি।

11. সুখে নিদ্রা যাও ।

Good night [গুড্ নাইট্]

দিনে রাত্রে যে-কোন সময়ে

Sweet dreams, darling [সুইট ড্রিম্স, ডারলিং]

12. আজকের মত তাহলে আসি, স্যার। Good day to you, Sir [ গুড্ ডে টু ইউ, স্যার]

যাওয়ার সময়

13. যাই, বাচ্চারা !

Good bye, children [গুড্ বাই, চিলড্রেন]

14. যাচ্ছি/বিদায় !

15. বিদায়, প্রিয়ে।

Bye Bye [বাই, বাই

16. আচ্ছা, আবার দেখা হবে।

Farewell, my love [ফেয়াওরয়েল্, মাই লাভ] Hope to see you again / so long [ হোপ টু সি ইউ এগেন/সো লং]

স্মরণীয় [To Remember]

ইংরেজি ও বাংলাতে ভাবপ্রকাশের প্রভেদ

A

1. প্রত্যেক দেশের সভ্যতা ও আদর-আপ্যায়ণ করার নিয়ম ভিন্ন ভিন্ন হয়। বাংলাতে সম্মান দেখানোর জন্য নামের পরে 'বাবু', 'মহাশয়' ইত্যাদি বলা বা লেখা হয়। ইংরেজিতে কিন্তু সেরকম কিছু হয় না। যেমন

কেদারবাবু এসেছেন- Mr Kedar has come [মিস্টার কেদার হ্যাজ কাম্‌]। 2. বাংলাতে মধ্যমপুরুষের প্রকারভেদ হয় যেমন- তুমি, তুই ও সম্মান দেখানোর জন্য

আপনি। কিন্তু ইংরেজিতে সকলের জন্য You [ইউ] ব্যবহার হয়। যেমন

কি চাই আপনার What do you want [হোয়াট ডু ইউ ওয়ান্ট]? বাংলাতে যেমন 'সে' না বলে 'আপনি' বলা হয়, ইংরেজিতে তেমন হয় না। উদাহরণস্বরূপ-উনি রাত্রে হয়ত আসতে পারেন -He may come at night [হি মে কাম্‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ