- বই : গহীনে আঁচ
- লেখক : ফৌজিয়া খান তামান্না
- প্রকাশনী : চলন্তিকা
- প্রচ্ছদ : আল নোমান
- মূদ্রন মূল্য : ৩৬০ টাকা
- পৃষ্ঠা সংখ্যা : ২২১
গহীনে আঁচ বইটা দুটো কারনে আমার বিশেষ পছন্দ হয়েছে৷ এক. লেখার ধরন ৷ কে বলবে এটা লেখকের প্রথম বই? মনে হয়েছে পেশাগত লেখকের হাতে লেখা। প্রায় সব নতুন লেখকদের লেখার মধ্যেই কমবেশি আনাড়ি ভাব থাকে, যেটা একেবারেই নেই।
দুই. উপন্যাসটা অনেকটাই মনস্তাত্ত্বিক। একজন নারী হয়ে কোনো পুরুষের শৈশব থেকে যৌবনের শেষ দিক পর্যন্ত তার মনের কথাগুলো এত সুন্দরভাবে বিশ্লেষন করাটা সত্যিই প্রশংসার দাবিদার।
'গহীনে আঁচ' একটা পূর্নাঙ্গ উপন্যাস বলতে যা বোঝায় তাই-ই৷ খুব মোটা বই নয়, তবে তাতেই বেশ সুন্দরভাবে তিনটা সংসারের কাহিনী উঠে এসেছে৷ এসেছে এক নারীর সন্তানদের নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর গল্প, এক নারীর সংসারে চুড়ান্ত রকমের অবহেলিত হয়ে আবার বেঁচে ওঠার গল্প, আর এক পুরুষের আজীবন ভালোবাসার, পাশে থাকার গল্প।
জীবন বা বাস্তবতা নিয়ে এগিয়ে চললেও একটা রিনরিনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো পুরো গল্পে বেজে চলেছে প্রেমের ধ্বনি৷ ভালোবাসাটাকে একটু অন্যভাবে দেখা। যাতে দূরে গিয়েও কাছে থাকা যায়, আবার কাছে থেকেও কাছে থাকা হয় না।
কাহিনী সংক্ষেপ বলব না। বললেই মনে হয় স্পয়লার হয়ে যাবে। পাতায় পাতায় নতুন মোড়। অতএব, পড়ে নিলে ভালো।
একটা চাপা কষ্ট পুরো বইজুড়ে ছিল। পড়ার পর মনে হচ্ছিল এত কষ্ট কেন? সবার জীবনেই এমন হয়? আমারও হবে? পৃথিবীর বেশিরভাগ মানুষই কি স্বার্থপর হয়? স্বার্থপর হলেও শাস্তি ঠিকই পেতে হয়, কিন্তু তাতে কী লাভ? ফেলে আসা জীবনটা তো আর ফেরত পাওয়া যায় না!
গহীনে আঁচ বইয়ের বাইন্ডিং, কভার, পেজগুলো খুবই ভালো ছিল। প্রচ্ছদটা আমার বিশেষ পছন্দ। হাস্নাহেনা আমার খুবই প্রিয় ফুল। পড়ার সময় বার বার মনে হচ্ছিল আমারও যদি হাস্নাহেনার ঝাড়ের পাশে দোলানাওয়ালা একটা ছাদ থাকত!
তবে কয়েকটা জিনিস চোখে লেগেছে খুব! কয়েকটা ইংরেজি শব্দের ধাক্কা, যেগুলোর সুন্দর বাংলা আছে৷ এই যেমন ফিল শব্দটা অনুভূতি হলে আরও ভালো লাগত। তারপর সর্বনামের ব্যবহার অনেক কম। বার বার মুনা মুনা পড়তে ভালো লাগছিল না। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সংলাপের ক্ষেত্রে উদ্ধৃতি চিহ্নের ভেতরেই বাক্য সমাপ্তির পর যতিচিহ্ন বসে। সেটা বাইরে দেয়া হয়েছে। যেটা বইয়ের সৌন্দর্য কিছুটা হলেও নষ্ট করেছে।
যাহোক, সব মিলিয়ে বইটা আমাকে ঘোরের মধ্যে রেখেছে কিছুদিন। লেখককে পরবর্তী বইতে এত কষ্ট না দেবার অনুরোধ রইল। আরও ভালো উপন্যাস চাই। শুভকামনা।
- ফৌজিয়া খান তামান্না অরিজিনাল কপি সংগ্রহ করুন
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....