সানজিদা হোসাইন এর ‘কিংবদন্তির রাজকাহন’ বিশ জন অসাধারণ বাঙালি ব্যক্তিত্বের জীবন কাহিনীর অসামান্য এক সংকলন। এসব ব্যক্তিত্বের তালিকাভূক্ত হয়েছেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, কবি, ঔপন্যাসিক, সঙ্গীত শিল্পী ও অভিনেতা। এই তালিকার সতেরোজনই এখন আর পৃথিবীতে নেই। কিন্তু তাদের কীর্তি বেঁচে আছে। সাধারণত যা ঘটে থাকে.. কোনো মানুষ, তিনি দেশ, জাতি ও সমাজের জন্য অনন্য অবদান রেখে গেলেও দু’একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশই বিস্মৃতির অতলে হারিয়ে যায়। তাদের স্মরণ রাখার জন্য যা করা প্রয়োজন তা হলো তাদের জীবন ও কর্ম নিয়ে জানা ও আলোচনা করা। ‘কিংবদন্তির রাজকাহন’ প্রচলিত অর্থে কোন জীবন কাহিনী নির্ভর বই নয়। আলোচিত ব্যক্তিদের জীবনের উল্লেখযোগ্য কিছু দিককে অত্যন্ত সহজে, কিন্তু পরিপূর্ণ আবেগে ছন্দবদ্ধ ভাষায় তুলে ধরা হয়েছে। প্রত্যেকের জীবনের এমন কিছু দিক ফুটিয়ে তোলা হয়েছে, যার ফলে কোন কোন ব্যক্তিত্ব তাদের জীবনের চেয়েও বিশাল রূপে ধরা পড়েছে এবং এজন্য পুরো কৃতিত্ব সানজিদা হোসাইনের। তাঁর লেখার মধ্যে এমন একটি গতি আছে যা পাঠককে বাধ্য করবে তাঁর প্রিয় ব্যক্তিত্বদের সঙ্গে একাত্ম হতে। চলে যাওয়া খ্যাতিমান মানুষগুলো পাঠকের কাছে জীবিত হয়ে উঠবেন, মনে হবে তারা আমাদের মাঝেই আছেন, আমাদের সঙ্গে কথা বলছেন। লেখকের কৃতিত্ব এখানেই। গ্রন্থে আলোচিত ব্যক্তিত্বদের জীবনের বেশকিছু দিক, যা আমার নিজেরই অজানা ছিল, সানজিদা হোসাইনের লেখা থেকে তা জেনে সমৃদ্ধ হয়েছি।
বইঃ কিংবদন্তির রাজকাহন
লেখকঃ সানজিদা হোসাইন
মূল্য: ২৪০ টাকা
প্রকাশনী: চলন্তিকা
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....