- লিডারশিপ উইথ ইসলাম
- লেখক : আহমেদ ফারুক
- প্রকাশনী : প্রিয়মুখ
- বিষয় : ব্যবস্থাপনা ও নেতৃত্ব
- পৃষ্ঠা : 112
- ভাষা : বাংলা
‘উইথ ইসলাম’ সিরিজের ‘লিডারশিপ উইথ ইসলাম’ দ্বিতীয় বই। এই বইতে আপনার নিজস্ব লিডারশিপের প্রতি বেশি মনোযোগী হবার দিকে বেশি আলোকপাত করা হয়েছে। কারণ আপনাকে যখন নিয়ামত সম্পর্র্কে জিজ্ঞাবাদ করা হবে তখন কেউ আপনার পাশে থাকবে না-
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।
যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।
কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।
কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।
এই বইটিতে লিডারশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রাচুর্য্য লাভের প্রতিযোগিতার কথা তুলে ধরা হয়েছে। এই বইটি পড়লে আপনি অন্তত এতটুকু বুঝবেন, মহান আল্লাহ ব্যতীত আপনি কেউ না। আপনার কোনো অস্তিত্বই নেই। অরিজিনাল বইটি সংগ্রহ করুন
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....