- বই : পন্ডিত মশাই পিডিএফ - Pondit Moshai PDF
- লেখক : শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সকল বই
- প্রকাশক : নাঈম বুকস ইন্টারন্যাশনাল
- প্রচ্ছদ : রাজু আহমেদ
- মূল্য : ১৫০
- পৃষ্ঠা : ৮০
মানুষের জীবনের দুঃখ-কষ্ট, ভালোবাসা, ঘৃণা, মান-অভিমান, ধর্ম-অধর্ম এসব বিষয় ফুটিয়ে তুলেছেন। একজন বাবা তার সন্তানকে কতটুকু ভালোবাসে এবং সন্তানের বিরহে তিনি কি কি করতে পারেন এই উপন্যাসে খুব সুন্দর ভাবে বর্ণিত আছে। মা সন্তানের জন্য জন্য সমস্ত লোকলজ্জা উপেক্ষা করে দূরবর্তী অচেনা জায়গায় পায়ে হেঁটে যাওয়ার জন্য ও প্রস্তুত হয়। যাকে পুনরায় স্ত্রী হিসেবে ফিরে পাওয়ার জন্য তার স্বামী আর শাশুড়ী কতই না চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সারা দেন নি। জীবনের অনেক কঠিনতম বর্ণনা এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। ধর্মের নামে উঁচু-নিচু জাতের বিভেদ কতটা ভয়ংকর তা এই উপন্যাসের ডাক্তার এবং প্রতিবেশিদের আচরণে প্রকাশ পেয়েছে। কিভাবে এই উপন্যাসের অনুভূতি প্রকাশ করবো ভেবে পাচ্ছিলাম না এটা আমার অনুভূতি প্রকাশের চেষ্টা মাত্র। আপনারা সরাসরি উপন্যাসটি পড় নিবেন।
🍁কাহিনি সংক্ষেপ : কুঞ্জ আর কুসুম দুই ভাই-বোন। যখন কুসুমের দুই বছর তার বাবা মারা যায় আর তখন থেকে মা ভিক্ষা করে তাদেরকে প্রতিপালন করে। কুসুমের যখন পাঁচ বছর বৃন্দাবনের সাথে তার বিয়ে হয়। তারপর বিভিন্ন জটিলতার কারণে কুসুমকে শশুরবাড়ি থেকে নিয়ে আসে। বৃন্দাবনকে আবার বিয়ে দেয় আর কুসুমকে কোনো এক বৈরাগীর সাথে কিন্তু কুসুমের কাহিনি কতটা সত্যি সেটা তার মা ছাড়া কেউ জানতো না সেই অবধি কুসুম বিধবা। বৃ্ন্দাবনের দ্বিতীয় স্ত্রী মারা গেলো আর তার একটা পাঁচ -ছয় বছরের ছেলেও আছে নাম "চরণ"। কুসুমকে পুনরায় স্ত্রী হিসেবে ফিরে পাওয়ার জন্য তার স্বামী আর শাশুড়ী কতই না চেষ্টা করেছিলেন কিন্তু কুসুম সারা দেন নি। কুসুম চরণকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, মাঝে মাঝে নিজের কাছে এনে রাখতেন। বৃন্দাবনের একটি পাঠশালা আছে যেখানে সে ছাত্রদের বিনা মূল্যে শিক্ষা দেন আর প্রতিদিন প্রতিজ্ঞা করান যেন তারা বড় হয়ে দুই-একজন ছাত্র অবশ্যই পড়ায়। সেই থেকে বৃন্দাবনকে সবাই 'পন্ডিত মশাই' বলে ডাকে। একবার গ্রামে মহামারি দেখা দিলো এবং অনেক মানুষ মারা যাচ্ছিলো (যেমনটা আমাদের করোনা পরিস্থিতিতে হয়েছিলো😞)। তারপর কি হয়েছিলো বৃন্দাবন আর তার মা, চরণ, কুসুম, কুঞ্জ। তারা কি মহামারিতে আক্রান্ত হয়েছিল?
তাদের পরিনতি কি হয়েছিল? তা জানার জন্য অবশ্যই আপনাকে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর মন্ডিত মশাই বইটি পড়তে হবে।
- পন্ডিত মশাই বইটির লেখক কে?
- পন্ডিত মশাই বইটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- পন্ডিত মশাই বইটি কোন ভাষাই রচিত?
- পন্ডিত মশাই বইটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি গ্রন্থ।
- এটা কি পন্ডিত মশাই বইটির PDF?
- হ্যাঁ, এটি পন্ডিত মশাই বইটির PDF।
বইপাও.কম থেকে কি পন্ডিত মশাই বইটি ডাউনলোড করতে পারবো?
হ্যাঁ, boipaw.com থেকে আপনি পন্ডিত মশাই PDF আকারে ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবেন।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- জন্ম : ১৫ সেপ্টেম্বর ১৮৭৬
- মৃত্যু : ১৬ জানুয়ারি ১৯৩৮
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি ‘অপরাজেয় কথাশিল্পী’ নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ‘ডিলিট’ উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....