পাঠ প্রতিক্রিয়া - দোজখনামা
মির্জা গালিব এবং সাদাত হাসান মান্টো এই দুই ওস্তাদের জন্ম হয়েছিল একশ বছরেরও বেশি সময়ের ব্যবধানে। একজন সারা জীবন খেলেছেন শের আর শায়েরী নিয়ে, আরেকজন খেলেছেন গল্প নিয়ে।
- Title দোজখনামা (বঙ্কিম পুরস্কার)
- Author রবিশংকর বল
- Publisher দে’জ পাবলিশিং (ভারত)
- Quality হার্ডকভার
- ISBN 9788129510890
- Edition 5th Edition, 2018
- Number of Pages 383
- Country ভারত
- Language বাংলা
গালিব যখন অপূর্ব সব শের শায়েরি লিখেও শেষ বয়সে বলছেন-
"সারাজীবন গালিব তুই ভুল তুই করলি একই ভুল, ময়লা নিয়ে চেহারায় ঝাড়লি আয়নার ঝুল"
তার একশো বছর পর মানটো নিজের কবরের এপিটাফে লিখে যেতে চাইছেন - "খোদা না মান্টো কে বেশি ভালো গল্প লিখতে পারে? "
সিপাহী বিপ্লবের প্রত্যক্ষদর্শী,সারা জীবন সম্রাটের অনুগ্রহ নিয়ে বাঁচা বেঁচে থাকা গালিব কে সমাজের কাঠগড়ায় তুলে জিজ্ঞাসা করা হয়েছিল সে মুসলমান কিনা?
গালিব জবাব দিয়েছিল-" অর্ধেকটা। শুওর খাই না মদ খাই।"
তার একশ বছর পরে দেশভাগের সময় নিয়ে সমাজের ভিত নাড়িয়ে দেয়া তথাকথিত বিতর্কিত গল্প লেখার জন্য মান্টোকে আদালতের কাঠগড়ায় জবাব দিহি করতে হয়েছে অসংখ্যবার।
অদ্ভুত এই দুই অমিত প্রতিভাবানের কবরে শুয়ে পারস্পরিক কাল্পনিক কথোপকথন নিয়ে লেখা ততোধিক অদ্ভুত বই হচ্ছে দোজখনামা।
"সিপাহি বিদ্রোহ থেকে দেশভাগ-ভারত ইতিহাসের আড়াইশো বছরের আখ্যান ধরা আছে এই উপন্যাসে। ১৮৫৭ এর বিদ্রোহ থেকে ১৯৪৭-এর দেশভাগ, দাঙ্গা। এই কালপর্বের ভিতর ভারত ও পাকিস্তানের কবরে শুয়ে থেকে তাদের বৃত্তান্ত বলে যাচ্ছেন মির্জা গালিব ও সাদাত হাসান মান্টো। ইতিহাসের এই দুঃসময়ের মধ্য দিয়ে দুটি উচ্ছিন্ন্য জীবন পরস্পরের আয়না দেখে নিতে চাইছে নিজেদের। তাঁদের ঘিরে অনামা সব মানুষদের আখ্যান।"
ব্যক্তিগতভাবে আমি গালিব এবং মানটোর লেখার ভক্ত। পাশাপাশি সিপাহী বিদ্রোহ এবং দেশভাগ পূর্ববর্তী ইতিহাস আমার পছন্দের বিষয় হওয়ায় বইটি পড়ার সময় ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ঘোর কাটার আগেই তাই রিভিউ লিখে ফেললাম।
এই ঝুম বৃষ্টির মধ্যে মগ ভর্তি ধুমায়িত কফিতে চুমুক দিতে দিতে পড়ে ফেলুন দোজখনামা।
হ্যাপি রিডিং। Download - please use vpn before download this book
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....