- VOCABULARY OF THE HOLY QURAN
- লেখক : Dr. Humayun Kobir
- প্রকাশনী : ইসলাম হাউজ পাবলিকেশন্স
- কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াইট পারটেক্স
- বাইন্ডিং: হার্ড কাভার উইথ এক্সট্রা জ্যাকেট
- পৃষ্ঠা : 304, কভার : হার্ড কভার
- বিষয় : অভিধান
সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তাঁর একান্ত মেহেরবাণীতে Vocabulary of the Holy Quran নামক গ্রন্থটি সম্পাদনা করার তাওফিক দান করেছেন। সালাত ও সালাম বিশ্ব মানবয়ার মুক্তির দিশারী রাসূল -এর ওপর। শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করছি।
Vocabulary of the Holy Quran নামক এ মূল্যবান গ্রন্থটি প্রকাশ করা খুবই কষ্টসাধ্য কাজ। বাংলাদেশে প্রথম এ জাতীয় একটি গ্রন্থ প্রকাশ করা হলো। এর মধ্যে আল কুরআনের ৬৬৬৬টি শব্দের পাশাপাশি বাঙলা ও ইংরেজি অর্থ উল্লেখ করা হলো। একজন পাঠক উল্লেখিত এ শব্দগুলোর অর্থ আত্মস্থ করতে পারলে, তার জন্য কুরআনের বাংলা ও ইংরেজি অর্থ করতে তেমন সমস্যা হবে না।
গ্রন্থটির মধ্যে শব্দের পুনরাবৃত্তি করা হয়নি। যেমন, jalali carjal sasi আয়াতের → শব্দটি প্রথম সূরার অংশে ব্যবহার করা হয়েছে। বাকি ১১৩টি সূরায় এ শব্দটি এসে থাকলেও তার পুনরাবৃত্তি করা হয়নি। বিশেষ্য শব্দগুলো অভিধানের পদ্ধতিতে লেখা হয়েছে। কুরআন মাজিদের তারতিব (ধারাবাহিকতা) অনুযায়ী শব্দগুলো সাজানো হয়েছে, যাতে করে পাঠকদের অনুবাদ করার ক্ষেত্রে সহজ হয়। কতিপয় শব্দের একাধিক অর্থ থাকায় শুধু প্রায়োগিক ক্ষেত্রে বেশি কাছাকাছি অর্থটি লেখা হয়েছে। অনেক ক্রিয়া শব্দের কালগত অর্থ বাদ দিয়ে শুধু আক্ষরিক অর্থ লেখা হয়েছে।
আশাকরি বইটি ছাত্র, শিক্ষক, গবেষক ও সর্বোপরি কুরআনের ইংরেজি ও বাংলা অনুবাদ পাঠকারীর জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
এ কাজে যারা সময়, শ্রম ও মেধা কুরবানী করেছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই। পাঠকদের সুচিন্তিত পরামর্শ পরবর্তী সংস্করণে প্রতিফলিত হবে বলে প্রতিশ্রুতি রইল। বইটি ভালো হলে, অন্তত একজনকে বলুন। আর আপত্তি থাকলে আমাদের বলুন। আল্লাহ আমাদের কুরআন পড়ে, বুঝে ও বাস্তব জীবনে আমল করে উভয় জগতের সফলতা অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....