আকিদাহর মূলনীতি (‘আল-আকিদাতুত তহাবিয়াহ’র ব্যাখ্যা) : শাইখ আহমাদ মুসা জিবরিল | Akidahor Mulniti

  • আকিদাহর মূলনীতি (‘আল-আকিদাতুত তহাবিয়াহ’র ব্যাখ্যা)
  • লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল
  • প্রকাশনী : ইলমওয়েব
  • বিষয় : ঈমান ও আকীদা
  • অনুবাদক : তাইব হোসেন
  • সম্পাদক : শাইখুল ইসলাম
  • পৃষ্ঠা : 164, কভার : পেপার ব্যাক
  • ভাষা : বাংলা


মৃত্যু একবারই আসে। যদি আপনি জানেন, এই জীবনের পর আর কোনো জীবন নেই, তবে তো মুমিন হওয়ার কোনো প্রয়োজন নেই, যুলম বন্ধের কোনো দরকারই নেই। কারণ, আপনার তো জীবন একটাই। এটা অধিকাংশ আমেরিকানের কথার মতো। তারা বলে জীবনকে পুরোপুরি উপভোগ করুন। তারা তো বিশ্বাস করে না যে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছেন। তাঁর কাছে প্রত্যেকটি কাজের ব্যাপারে তাদের জিজ্ঞাসিত হতে হবে। না, আমরা আমেরিকানদের মতো বলি না, বরং আপনি আল্লাহর দেয়া জীবনকে নিয়ন্ত্রণে রাখুন। তা ছাড়া আমরা এই কথাতে বিশ্বাসই করি না। এ কারণেই পুনরুত্থানে বিশ্বাস করা অপরিহার্য। এতে ইয়াকিন রাখতে হবে।’

'কোনো অতিরিক্ত দলিল ছাড়াই মিউজিকের ব্যাপারে সাহাবা কিরামের ইজমা আছে। আমাদের কাছে আছে তাবিয়িনের ইজমা, আছে চার ইমামের ইজমা। সপ্তম শতাব্দীতে ইবনু হাযম (রাহিমাহুল্লাহ) আসার আগপর্যন্ত সবদিক দিয়েই ইজমা ছিল। বলা হয় ইবনু হাযম (রাহিমাহুল্লাহ) যে ধরনের মিউজিক জায়িয বলেছিলেন, তা আমাদের সময়কার মিউজিক ছিল না। কোনোভাবেই এটা আজকের যুগের মিউজিক না। আপনি সাত শতকের ইজমা ছেড়ে একজন আলিমকে গ্রহণ করে নিলেন?'
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
— আকিদাহর মূলনীতি ('আকিদাহ তহাবিয়াহ'র ব্যাখ্যা)
প্রকাশিতব্য (ইনশাআল্লাহ)
প্রকাশনী:- ilmweb

 Collect This Book Original Copy From Wafilife

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ