- বই : ফ্যান্টাস্টিক হামজা
- লেখক : এমডি আলী
- প্রকাশনী : ফাতিহ প্রকাশন
- বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ
- পৃষ্ঠা : 160, কভার : পেপার ব্যাক
- ভাষা : বাংলা
মানবতাবিরোধী কতিপয় লোক ইসলাম বিদ্বেষী মনোভাব মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এক্ষেত্রে মানবতাবোধ সম্পন্ন মানুষের সেই নেতিবাচক মনোভাবের বিরোধী হওয়া উচিত নয় কি?
লেখক এমডি আলী রচিত ফ্যান্টাস্টিক হামজা বইটি আপনার সামনে নাস্তিক সম্প্রদায়ের বানানো অযৌক্তিক আর মনগড়া মত ও প্রথার বিরুদ্ধে শাণিত যুক্তি উপস্থাপন করবে। এতে শক্তিশালী এমন তথ্যপ্রমাণ ও যুক্তি বর্ণিত হয়েছে, যা আপনাকে ভাবাবে কিংবা চিন্তার দরজা উন্মুক্ত করবে। হয়ত অতীতের ভাবনাহীন বিপথগামী জীবনের জন্য আফসোস করতে বাধ্য করবে!
এক শ্রেণির মানুষ নাস্তিক্যবাদ, সংশয়বাদ ও ডারউইনবাদের মতো অযৌক্তিক আর ভয়াবহ ধরণের মতবাদগুলো আমাদের সমাজে চাপিয়ে দিতে চাইছে। ‘মুক্তচিন্তা’র কথা বলে তারা এমন ক্ষতিকর ও ভিত্তিহীন বিষয়ও আমাদের মাঝে ছড়াচ্ছে। ‘ফ্যান্টাস্টিক হামজা’ বইটিতে সেসব অযৌক্তিক বিশ্বাসের বিরুদ্ধে যৌক্তিক আর কল্যাণকামী পথের দিশা গল্পাকারে উপস্থাপিত হয়েছে। গভীর চিন্তাশীল ও ক্ষুরধার মস্তিষ্কের অধিকারীদের জন্য ‘ফ্যান্টাস্টিক হামজা’ একটি অনন্য গ্রন্থ। অরিজিনাল কপি সংগ্রহ করুন
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....