দেখতে দেখতে তৃতীয় বই প্রকাশের দ্বারপ্রান্তে। অনুভূতি অবশ্যই আনন্দের এবং এই আনন্দ ছড়িয়ে দিতে চাই পাঠকের মাঝে৷ বাংলাদেশে নন-ফিকশন বই প্রচারের মাধ্যম হিসাবে বইপোকাদের আড্ডাখানা (Boipokader Addakhana) এক অন্যান্য মাইল ফলক স্পর্শ করেছে৷ বইয়ের প্রতি ভালোবাসা থেকে ক্রমাগত কাজ করে যাওয়া এবং লেখকের প্রচারে সাহায্য করার জন্য এই গ্রুপের সবাই কে জানাই ধন্যবাদ৷
গল্পে গল্পে পুরান ঢাকা ঠিক ভ্রমণ বই নয়৷ বইয়ের জনরা বিষহে অনেকেই আমাকে নক দিয়েছে৷ তাদের দ্বিধা দূর করতেই বলতে চাই এই বইটি আমার নিজস্ব অভিজ্ঞতা, ভ্রমণ, ইতিহাস, মিথলজি, কিংবদন্তি, শিল্প ও সংস্কৃতির এক কাব্যিক মিশ্রণ বলা যায়৷ তাই এর জনরাও কোন স্পেসেফিক বিষয়ে সীমাবদ্ধ নয়৷ ভ্রমণ লেখক বলে সব সময় ভ্রমণ নিয়ে লিখবো সে ব্যাপারেও আমার কলম সীমাবদ্ধ নয়৷
তো এবার প্রশ্ন আসতে পারে বইটি কোন শ্রেণীর পাঠকের জন্য? বইটি সে সব শ্রেণীর পাঠকের জন্য যাদের নিরেট তথ্য ও তত্ত্ব গিলতে করোলার মত তিতো লাগে। কিন্তু তারা গল্প শুনতে চায়৷ আমিও শুনাতে এসেছি গল্প৷ শব্দের ঘোরে এমন পুরান ঢাকার চিত্র দেখাতে চাই যে ব্যাপারে সিংহভাগ পাঠকের অজানা৷ বইটি প্রি-অর্ডার করতে পারবেন পেপার ভয়েজার - Paper Voyager এর পেজ থেকে৷ গল্পের সূচি নিম্নে দেওয়া হল -
১৷ মঙ্গলের খোঁজে পুরান ঢাকার অলিগলিতে
২। বাংলাবাজারের ইতিহাস
৩। পড়ন্ত বিকেলে রোজ গার্ডেন প্যালেসে
৪। বেকার দিনের ভ্রমণ গল্প
৫। বিনে কুট্টি ভাষা মিটে কি আশা
৬। শঙ্কের ডাকে শুনি ঢাকার জন্মধাত্রীর গল্প
৭। জিনেট ভান ত্যাসেল - আকাশলীনা আকাশচারী
৮। শহরের উষ্ণতম দিনে গোল তালাবের সন্ধানে
৯। ঢাকার আদিম কামানের খোঁজে
১০। বাবা তোমার দরবারে পাগলের খেলা
১১। হোয়াট এ গ্র্যান্ড এরিয়া
১২। বুড়িগঙ্গার বুকে মহাকালের স্রোত
- বই - গল্পে গল্পে পুরান ঢাকা
- লেখক - আশিক সারওয়ার
- প্রচ্ছদ - সাদেক আহমেদ
- পৃষ্টা - ১১২
- মূদ্রিত মূল্য - ৩০০ টাকা৷
কাহিনী সংক্ষেপ
গল্প শুনতে কে না ভালোবাসে? আমিও আপনাদের গল্প শোনাবো। এক আদি ঢাকার গল্প। সে শহর গড়ে উঠেছিলো গঙ্গা বুড়ির তীরে৷ কত রাজশক্তি রাজ করে গেল এই শহরের বুকে৷ এই শহর নিজেই শোনায় সেসব গল্পের গুঞ্জন৷ সেই গুঞ্জনের ডাকে গল্পে গল্পে আমার পথের হলো শুরু।
কী গল্প শুনবেন? বাংলাবাজারের ইতিহাস, নাকি হারিয়ে যাওয়া সেই লোহারপুলের ফিসফাস? শুনি টগবগিয়ে ইংরেজবাবু চালিয়ে যায় ঘোড়া৷ আহা! হোয়াট এ গ্র্যান্ড এরিয়া! এবার গঙ্গা বুড়িও খুলে বসলো গল্পের ঝাঁপি, শুনিয়ে গেল তার কিংবদন্তি। গল্পের ডানা মেলেছে জিনেট ভান ত্যাসেল নবাবি চালে, সে গল্প শোনায় গণিউর রাজা রাজকীয় হালে৷ পুরান ঢাকা নিজেই যে এক মহাগল্প! এই ঢাকার অলিগলিতেই লুকিয়ে আছে অজস্র গল্প৷
গল্পে গল্পে শোনাবো আপনাদের পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি৷ তো আসুন, গল্প শোনা যাক।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....