গল্পসপ্তক : মিলান কুন্ডেরা | Golposhoptok By Milan Kundela


এই গল্পগ্রন্থের সাতটি গল্পেই নর নারীর প্রেম, দেহসর্বস্ব মেকি প্রেম, যৌনতা,  প্রতারণার কূটচাল, বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বের একরাশ ঘটনাপ্রবাহ মিলান কুন্ডেরার গল্প বলার অসাধারণ দক্ষতায় বর্ণিত হয়েছে। মানুষের মনের যে জটিল স্তর সমূহ ও তার ক্রিয়া- প্রতিক্রিয়া- তা প্রায় প্রতিটি গল্পে উপস্থিত। সবকিছুর মধ্যে যে অনিশ্চয়তার অকাট্য দর্শন তা বেশিরভাগ গল্পেই আমরা পেতে পারি। 

আমরা আসলে কি চাই তা আমরা সঠিকভাবে জানি না। জীবনকে চিন্তার রাজ্য উন্নীত করার শিল্পিত প্রয়াস ও প্রয়োগ এসব গল্পে বেশ আকর্ষণীয় ভাবে বর্ণিত হতে দেখি। 

এখানে যৌন আকর্ষণকে এক ধরনের খেলা হিসেবে দেখানো হয়েছে যা আমাদেরকে এমন এক পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয় যা অনুধাবনের জন্য গভীর অন্তর্দৃষ্টির দরকার হয় এবং তা আমাদেরকে জীবনের অনিশ্চয়তা, মানবমনের আতঙ্ক, অহমিকা ও মানুষের নিশ্চয়তা প্রাপ্তির বাসনার কথা জানতে সাহায্য করে। 
সাতটি গল্পেই গল্পকারের গল্প বলার আশ্চর্য ক্ষমতা, গভীর দার্শনিক জ্ঞান ও উপলব্ধির সমন্বয় আমাদেরকে অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করায়। 
 
বইটির মূল্য ২৪০ টাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ