- বই: দ্য হান্ট ফর আটলান্টিস
- লেখক: অ্যান্ডি ম্যাকডারমট
- অনুবাদ: আদনান আহমেদ রিজন
- প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন
- প্রকাশক: চিরকুট
- মুদ্রিত মূল্য: ৫০০৳
- পৃষ্ঠা: ৪০০
দ্য হান্ট ফর আটলান্টিস বইটা হারানো সভ্যতা আটলান্টিস আবিষ্কারের যা প্রথম থেকেই দৌড় করিয়েছে ইরান থেকে ব্রাজিলের আমাজন বনে, সাগরের তলদেশ থেকে বরফে ঢাকা তিব্বতে। বইটার প্রথম থেকে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত মারদাঙ্গা অ্যাকশনে ভরপুর, একেবারে রোলার কোস্টারে চড়ার মতো। সাথে বডিগার্ড এডি চেজের কমেডি মাঝে মাঝে হাসিয়েছে। এছাড়াও অন্যান্য কারেক্টার ড. নিনা ওয়াইল্ড, ক্যারি ফ্রস্ট সহ সবই উপভোগ্য ছিলো।
অনেক আগে বইটার এডাপটেশন হিসেবে মাসুদ রানা সিরিজে নীল রক্ত বইটা পড়েছিলাম, যেখানে কেবল কয়েকটা কারেক্টারের নাম পরিবর্তন এবং একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে গল্পটা এডাপ্ট করা হয়েছে, গল্প হুবহু একই। তারপরও মূল গল্প পড়ার মজাটাই অন্যরকম।
বইটিতে আদনান আহমেদ রিজনের অনুবাদ একদম সহজ সাবলীল হয়েছে, সাথে বেশ কিছু প্রচলিত প্রবাদ, লাইন অনুবাদে ব্যবহার করায় অনুবাদ আরো উপভোগ্য ছিলো, চিরকুটের প্রোডাকশন বরাবরই চমৎকার হয়েছে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....