বইয়ের নাম: মানহাজ
⦁ লেখক : ইমাম সালিহ আল ফাউযান।
⦁ অনুবাদক: আবূ ইউসুফ।
⦁ সম্পাদনা : উস্তায আব্দুল আলিম মাদানী।
⦁ প্রকাশনায় : মাকতাবাতুস সুন্নাহ।
⦁ নির্ধারিত মুল্য : ২৫০ টাকা মাত্র।
⦁ কোয়ালিট : হার্ড কভার, ডাইরী বাইন্ডিং, ইনডিজাইন সেটআপ
❒ ভুমিকা,
.
আমাদের দেশে বিশুদ্ধ আক্বীদাহ - মানহাজের ব্যাপক প্রচার প্রসারের ইতিহাস খুব বেশীদিনের নয়। মোটা দাগে আক্বীদাহ'র গুরুত্বপূর্ণ বিষয়েগুলো সম্পর্কে জ্ঞান থাকলেও মানহাজের পরিশুদ্ধির ব্যাপারে অনেকেই গাফেল ছিল। ইলমের মরুভূমিতে বিগত এক যুগে বিশুদ্ধ মানহাজের মোটামুটি বিপ্লব ঘটে গেছে বলা যায়! তার ফল স্বরুপ বাঙালি সালাফী ভাইদের মধ্যে ‘আক্বীদাহ ও মানহাজগত সচেতনতা প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে। যদিও এটি শুরুলগ্ন মাত্র, তবুও তা আমাদের জন্য অভাবনীয় আনন্দের বিষয়। এই সচেতনতা তৈরির ফলে কতিপয় দা‘ঈর প্রকৃতত্ব প্রকাশিত হচ্ছে, উন্মোচিত হচ্ছে তাদের স্বরূপ। কারণ অনেক দা‘ঈ সালাফী সেজে বসে আছেন, যদিও তারা প্রকৃত সালাফী নন। উল্লেখ্য যে, জীবনের সর্বক্ষেত্রে যারা সালাফদের মতাদর্শ গ্রহণ করে অর্থাৎ আক্বীদাহ, মানহাজ, ফিক্বহ, রাজনীতি, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে সালাফদের নীতির ওপরে চলে কেবল তাদেরকেই সালাফী বলা হয়।
.
❒ বইটি কেন পড়বেন :
.
মানহাজ অর্থ পথ, পন্থা, পদ্ধতি, প্রণালী, রাস্তা, প্রোগ্রাম, কার্যক্রম, পাঠক্রম, সিলেবাস, কারিকুলাম।
ইমাম সালিহ্ আল ফাওযান (হাফিয্বাহুল্লাহ)-র ভাষায়,
❛❛একজন মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রে যে নীতি বা পদ্ধতি অনুসরণ করে চলে, সেটাকেই মানহাজ বলে। তাই দেখা যায় যে, আক্বীদাহ-বিশ্বাস, চাল-চলন, আচার-ব্যবহার, লেনদেন ইত্যাদি; একজন মুসলমানের জীবনের সর্ব বিষয়ে সর্বক্ষেত্রেই রয়েছে মানহাজের উপস্থিতি। পক্ষান্তরে, ‘আক্বীদাহ বলতে মৌলিক ঈমান বা বিশ্বাস এবং শাহাদাতাইনের অর্থ, দাবি ও চাহিদাকে বুঝায়। তাই ‘আক্বীদাহ্র চেয়ে মানহাজ হলো অনেক ব্যাপক ও সাধারণ একটি বিষয়।❞-- [মানহাজ: প্রশ্ন নং: ৪৪ ]
.
মুসলিম জীবনে আক্বীদাহ'র পাশাপাশি মানহাজের গুরুত্ব অপরিসীম। মানহাজের পরিশুদ্ধি না থাকার কারণেই একজন ব্যক্তি পথভ্রষ্ট ফিরকাসমূহ ও তাদের কর্তা ব্যক্তিদের দ্বারা মিসগাইডেড হয়। মানহাজগত ভ্রান্তির কারণেই উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) কর্তৃক রেকমেন্ডেড দাঈ হওয়ার পরও আব্দুর রহমান ইবনুল মুলজিম খারিজী হয়ে যায় এবং আলী (রাদ্বিয়াল্লাহু আনহু)-কে হত্যা করে ফেলে। এইজন্যই মানহাজ ছ্বহীহ হওয়ার উপর জান্নাত - জাহান্নাম নির্ভর করে। গ্রন্থাকারের ভাষায় --- ❛❛মানহাজ ছ্বহীহ হলে ব্যক্তি জান্নাতী হবে; ব্যক্তি যদি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও সালফে ছ্বলিহীনের মানহাজের উপর থাকে তাহলে ইনশাআল্লাহ জান্নাতী হবে। আর যদি ভ্রষ্টদের মানহাজের উপর থাকে তাহলে জাহান্নামের অঙ্গীকার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং মানহাজ ছ্বহীহ হওয়া বা না হওয়ার উপর জান্নাত-জাহান্নাম নির্ভর করে।❞ --- [মানহাজ, পৃ:১২০ -১২১]
.
সুতরাং বিশুদ্ধ মানহাজ সম্পর্কে জানা এবং বিশুদ্ধ মানহাজ পরিপন্থী বিষয় এবং যা উহাকে ত্রুটিপূর্ণ ও বাতিল করে দেয় সে-সম্পর্কে জানতে আলোচ্য বইটি আবশ্যপাঠ্য।
.
❒এক নজরে সূচিপত্র :
.
আলোচ্য গ্রন্থে বিশুদ্ধ মানহাজ ও উহার পরিপন্থী বিষয়ের উপর নাতিদীর্ঘ আলোচনা করা হয়েছে।
যেহেতু আমাদের দেশে এ-বিষয়ে লেখা ও অনুবাদিত পুস্তককাদীর সংখ্যা নিতান্তই অপ্রতুল, সেহেতু সর্ব শ্রেণীর মানুষ তথা ইসলামী শিক্ষিত, সাধারণ শিক্ষিত এবং স্বল্পশিক্ষিত লোক যেন মানহাজগত বিষয়ে জ্ঞানার্জন করতে পারেন সেদিকে যথাযথ দৃষ্টি রাখা হয়েছে। এতে অন্তর্ভুক্ত বিষয়গুলি সাবলীল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয়েছে, যাতে সর্বস্তরের লোক বইটি পাঠ করে সহজেই উপকৃত হতে পারেন।
বইটি পড়তে যেয়ে বেশকিছু ভালো আলোচনা আমার দৃষ্টিগোচর হয়েছে। যাইহোক, কথা লম্বা না করে সংক্ষিপ্তাকারে বিষয়বস্তু তুলে দেই, যাতে আপনারা প্রাথমিক ধারণা পেতে পারেন ----
--- মানহাজ রিলেটেড প্রায় ১১৬-টি প্রশ্নের জবাব।
---- বিদ'আতি দল ও ফিরকাসমূহ চেনার উপায়।
--- আহলুস সুন্নাহ ওয়াল জামা’আত বিরোধী ফিরক্বাগুলো থেকে সর্তকতা।
--- ভ্রান্ত মানহাজির ভাল-দিক উল্লেখ করার কুফল।
--- দাওয়াতের নীতি ও দাওয়াতি সংগঠনগুলোর হাল - হাকিকত।
--- শাসক নীতি ও তাকফীর।
--- আক্বীদাহ-মানহাজ কি ও ভ্রান্ত দা‘ঈদের থেকে সাবধান করা কি বিভক্তি সৃষ্টির শামিল?
--- বিদ'আতিদের রদের ক্ষেত্রে আহলুস সুন্নাহর মানহাজ।
--- আল্লাহর সিফাতের ক্ষেত্রে সালাফদের মানহাজ।
--- মুসলিম উম্মাহর ঐক্যের ভিত্তি ও পদ্ধতি।
--- আমীর, বায়‘আত, সংগঠন ও জিহাদ।
--- আলিমের গুণাবলী ও কটুত্ত্বির বিধান।
--- কোন্ বিষয়ে জানার্জন করতে হবে এবং কাদের বইপুস্তক পড়া যাবেনা?
--- ইলম অর্জন নাকি দাওয়া - কোনটা উত্তম? ইত্যাদি।
.
❒ সমালোচনা :
.
বইটির প্রচ্ছদ ভাল লাগেনি। আশা করছি পরবর্তী সংস্করণে পূর্বপ্রকাশিত প্রচ্ছদের পরিবর্তন আসবে।
.
পরিশেষে দোআ করছি -- মহান আল্লাহ্ বইটির লেখক, অনুবাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দিন। আমাদেরকে সালাফী মানহাজের উপর অটল রাখুন এবং এর উপরই আমাদের মৃত্যু দিন - আমীন ইয়া রা'ব্বাল আ'লামীন।
রিভিউ কৃতজ্ঞতাঃ Akhtar Bin Amir হাফিঃ
জাযাকাল্লাহু খাইরান
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....