মধ্যপ্রাচ্য। বর্তমান পৃথিবীর সবচেয়ে ঘটনাবহুল আর সবচেয়ে বেশি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি—সবদিক থেকেই গুরুত্বের শীর্ষে অবস্থান করা এই অঞ্চলের রাজনীতি বহুকাল থেকেই উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে। মধ্যপ্রাচ্যের রাজনীতির ঘটনাপ্রবাহ প্রভাব বিস্তার করেছে বিশ্বের অন্যান্য অঞ্চলেও, ঠিক করে দিয়েছে রাজনীতির নতুন সব সমীকরণ, জন্ম দিয়েছে পরাশক্তিদের মধ্যে এক নতুন শীতল যুদ্ধের।
.
“মধ্যপ্রাচ্যের রাজনীতি” বইটি এই অঞ্চলের ইতিহাস আর সমসাময়িক রাজনীতির ওপর লেখা। মধ্যপ্রাচ্যের হাল আমলের রাজনীতি নিয়ে একটা সাধারণ ধারণা পাবার পাশাপাশি পাঠক এখানে আরো পাবেন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের ইতিহাস। সর্বমোট অধ্যায় এসেছে ১১টি, যেগুলোর একটি বড় অংশ জুড়েই আলোচিত হয়েছে আরব বসন্ত, এর উত্থান ও ব্যর্থতার কারণ। এই গণআন্দোলনের পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ভূমিকার কথা মাথায় রেখে স্বতন্ত্র একটি অধ্যায় আনা হয়েছে বিষয়টির তাত্ত্বিক বিশ্লেষণের উপর। আরব বসন্তের ধাক্কা লাগা তিউনিসিয়া, মিসর, লিবিয়া, সিরিয়া নিয়ে বিস্তর আলোচনা এসেছে বেশ কয়েকটি অধ্যায় জুড়ে। এছাড়াও ইরান ও সৌদি ফ্যাক্টর, পানি নিয়ে সংকটের জের ধরে যুদ্ধ প্রলম্বিত হওয়ার সম্ভাবনা নিয়েও অধ্যায়ভিত্তিক আলোচনা এনেছেন লেখক।
রাজনীতি ও ইতিহাসের ছাত্রদের জন্য হাতের কাছে রাখবার মতো একটি বই।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....