- মুসলিম ইতিহাসের সোনালী কথা
- লেখকঃ শায়খ আবদুল মালিক মুজাহিদ
- অনুবাদঃ মাওলানা মাকসুদ আহমাদ
- মুদ্রিত মূল্য : ৪৫০৳
- পৃষ্ঠা: ৩৪৪
এতে সন্দেহ নেই, ঘটনা এবং কাহিনী মানবমনে গভীর প্রভাব ফেলে।
বিশেষকরে, সে-সব ঘটনা যখন তার প্রভাবের সকল উপাদান-
উপকরণসহ উপস্থাপন করা হয়, তখন সেগুলাে মানুষের মনের দিকে
আরও বেশি আকৃষ্ট হয়। তা ছাড়া, এসব ঘটনা উপস্থাপনের একটি
গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। তা হল, সে-সব ঘটনা থেকে শিক্ষাগ্রহণ।
যেমন ইরশাদ হচ্ছে-
তুমি এসব ঘটনা বর্ণনা করে দাও, যেন তারা চিন্তা-ফিকির করতে
পারে। [সূরা আরাফ : ১৭৬]
আরও ইরশাদ হয়েছে-
নবীদের এবং পূর্ববর্তী উম্মতদের কাহিনীতে জ্ঞানীদের জন্য বড়
শিক্ষণীয় বিষয় রয়েছে। এই কুরআন, যার মধ্যে এইসব ঘটনা
রয়েছে, তা বানানাে কোনও কথা নয়। [সূরা ইউসুফ : ১১১]
এ কারণেই নবীজি মাঝেমধ্যে ঘটনা বা কাহিনী বলে সাহাবিদের
সংশােধন করতেন, যেন তাদের অন্তর দৃঢ় হয় এবং তাদের সংকল্প।
পরিপােক্ত হয়। যেমন ইরশাদ হচ্ছে-
পয়গম্বরদের কাহিনী থেকে আমরা এসব কাহিনী তােমার নিকট
বর্ণনা করি, যেগুলাের মাধ্যমে তােমার অন্তরকে দৃঢ়তা প্রদান।
করি। [সূরা হুদ : ১২০]
প্রিয় পাঠক! অনেকগুলাে কাহিনী হতে এই ঘটনাগুলাে সংকলন করা
হয়েছে। এ ক্ষেত্রে বর্ণনাসূত্রের বিশুদ্ধতার প্রতি এবং কাহিনীর ধরনের
প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় সবগুলাে ঘটনার শেষে।
তা থেকে শিক্ষণীয় বিষয়গুলােও তুলে ধরা হয়েছে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....