- বইয়ের নাম : পাকিস্তান স্বপ্ন ও চূড়ান্ত পরিণতি
- লেখক : মুহাম্মদ হবীবুল্লাহ
- পৃষ্ঠা সংখ্যা : ১৫২
- প্রথম প্রকাশ : ডিসেম্বর ১৯৪১
- দ্বিতীয় প্রকাশ : জুলাই ২০০৬
- বিক্রয় মূল্য : ১০০ টাকা
আমাদের অতীতের ইতিহাস আমরা কতটুকু জানি বা পড়াশুনা করে থাকি, আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেকেই নিজের কাছে প্রশ্ন করলেই তার জবাব পাওয়া যাবে। তবুও যদি ব্যক্ষ্যমাণ বইখানি মেহেরবানী করে পড়েন, নিঃসন্দেহে বলা যায়, এ সময়টুকু তার বৃথা যাবে না।
১৯৪৭ সনে পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে অবিভক্ত বাংলা বিশেষ করে পূর্ব বাংলার মুসলমান সম্প্রদায় হিন্দু জমিদারদের শোষণ আর নিষ্পেষণে দলিত-মথিত হয়ে দাঁড়িয়েছিল জীবন সংগ্রামের শেষ প্রান্তে। তাদের গায়ে ছিল না এক টুকরো বস্ত্র, সন্তানদের মুখে উঠতো না দু’মুঠো অন্ন। এটা কোনো সুদূর অতীতের কথা নয়, আপনার ঠিক দু’পুরুষ আগের ইতিহাস অধ্যয়নের মাধ্যমে আপিনি তাদের সেই অশিক্ষা আর অনাহারক্লিষ্ট রোগ পাণ্ডুর মলিন দৃশ্য আপনার চোখের সামনে আনতে চেষ্টা করুন। তা হলেই বুঝতে পারবেন আপনি কোথায় ছিলেন, কোথা থেকে এসে উচ্চ শিক্ষিত হয়ে আজ গাড়ি-বাড়ি আর বিপুল সম্পদের মালিক হয়েছেন। দয়া করে একটু স্মরণ রাখবেন, অতীতের সেই অপসৃয়মান স্মৃতিগুলো। এ স্মৃতি আপনার চলার পথকে সহজ করে দেবে।
একটি সতর্কবাণী জানিয়ে দিতে চাই যে, আপনার পরবর্তী দ্বিতীয় অথবা তৃতীয় পুরুষ ফিলে যাচ্ছেন আবার সেখানে, ৭৬ বছর আগে যেখান থেকে সূচনা হয়েছিল এই গৌরবময় অধ্যায়ের। নির্দিষ্ট সময়েই আমরা দুনিয়া থেকে চলে যাব, তাই পরবর্তী বংশধরদের জানার জন্য সেই দুঃখজনক ইতিহাস এই বই।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....