অনেক আলো জ্বালাতে হবে মনের অন্ধকারে...
বাতিঘর প্রকাশনী’র শুরু থেকেই আমি নতুন লেখকদের নিয়ে কাজ করে গেছি। এখনও সেই ধারা অব্যাহত আছে। আমি বিশ্বাস করি লেখক তৈরি করা যায় না, তবে লেখক তুলে আনা যায়; আবিষ্কার করা যায়; মেরামত করা যায়; হাত ধরে সঠিক পথের দিশা দেখানো যায়, সেই সাথে সুপ্ত লেখক সত্তাকে প্রজ্জ্বলিতও করা যায়। এসবের জন্য চাই সঠিক একটি মঞ্চ—প্ল্যাটফর্ম। উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে অনেক কিছুই হয়ে ওঠে না। এসব কথা আগেই জানা ছিল, কী করতে হবে সেটাও জানতাম অনেক আগেই কিন্তু এতদিন আট মণ ঘি-ও জোগাড় করা হয়নি, রাধাও নাচেনি! অবশেষে সাহিত্যকে ভালোবেসে নিরলসভাবে কাজ করতে পারে এরকম একদল তরুণের সাহায্যে অসাধ্য সাধন করা গেছে। এখন থেকে পিদিম নামে একটি ত্রৈমাসিক শিল্প-সাহিত্যর ছোট কাগজ বের করা হবে বাতিঘর প্রকাশনী থেকে। যারা বাঙলা ভাষায় লিখতে চায়, সাহিত্য নিয়ে কাজ করতে চায় তারা ‘পিদিম’কে নিজেদের কাগজ ভাবতে পারেন। গল্প-কবিতা-প্রবন্ধ, নাটক-সিনেমা, সমসাময়িক রাজনীতি, ইতিহাস, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক প্রবন্ধসহ অতীতে রহস্যে ঘেরা কোন ঘটনা, ভ্রমণ কাহিনি কিংবা এ সময়ের আনন্দ-বেদনার কাব্য কিংবা চিত্রকলাসহ যেকোন লেখা লিখতে পারবেন যে কোন বয়সি পাঠক। শব্দ সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই, নেই বিষয়-বৈচিত্রে্যরও সীমা-পরিসীমা। পিদিম কেবলমাত্র সৃজনশীল কর্মের মুক্তমঞ্চই হবে না, আপনার সৃষ্টিশীল কাজগুলোর পৃষ্ঠপোষকতাও পাবে। আপনাদের সবার সাহায্য এবং অংশগ্রহণ কামনা করছি।
পিদিম-এ লেখা পাঠানো যাবে এই ইমেইলে : Email : pidim.batighar@gmail.com
সেই সাথে পিদিম-এর ফেসবুক পেজেও যুক্ত থাকতে পারেন : Pidim-পিদিম
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....