মুশাজারাতে সাহাবার পর চিন্তাগত ভিন্নতা
মানুষ বলে—'রাত হলে রোগের তীব্রতা বেড়ে যায়। আসল ঘটনা হলো—রোগের তীব্রতা নয়, বরং রোগের অনুভূতির তীব্রতা বেড়ে যায়। দিনেরবেলা শোরগোল ও ইন্দ্রিয়ের ব্যস্ততার কারণে অনুভব করার সুযোগ কম পাওয়া যায়। কিন্তু রাতের নীরবতা এবং ব্যস্ততামুক্ত সময়গুলোতে আমাদের ইন্দ্রিয় একেকটি ক্ষুদ্র পশনকেও অনুভব করে।
হাসান রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন পরস্পর সন্ধি করে নেন এবং লোকজন স্বস্তির সাথে চিন্তাভাবনা করার সুযোগ যেসব জখম ইতিপূর্বে দেখবারই সুযোগ হতো না, সেসব তখন তারা অনুভব করতে শুরু করে। দিনের শোরগোল ও অনুভূতির অবচেতন ব্যস্ততা শেষে তখন সন্ধ্যা নামছে; সামনে নামছে নীরব রাত। কাজের
ইসলাম আকিদার ক্ষেত্রে ব্যাপ্তি এবং এ নিয়ে বাহাস-বিতর্কের সৌখিনতা পছন্দ করে না। ইসলাম শুধু অতটুকু বার্তার উপর ঈমান ও বিশ্বাস আনতে বলে, যতটুকু সমগ্র দুনিয়াকে ঘোষণা দিয়ে শোনানো হয়েছে, যা বুঝতে আরবের বেদুইন কিংবা আফ্রিকার হাবশি—কারুরই ভাববার প্রয়োজন নেই; গ্রিক বিজ্ঞানী ও ইউরোপীয় ফিলোসফারদের তো নয়ই।
- আহলে সুন্নাত ওয়াল জামাআত
- সাইয়েদ সুলাইমান নদবী রহ.
- মাহমুদ সিদ্দিকী অনূদিত
- পৃষ্ঠা সংখ্যা : ১৫০
- মুদ্রিত মূল্য : ২০০/-
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....