কুহক থেকে কিছু নন-ফিকশন আসবে বলেছিলাম না?

কুহক থেকে কিছু নন-ফিকশন আসবে বলেছিলাম না? 

আসুন একটা লিস্ট দেই। আশা করি আপনাদের ভালো লাগবে। 


১. বিশ্বসৃষ্টি পুরাণ - Pratim Das 
২. চাকমা পুরাণ- Sarowar Hasan 

৩. এই বই নিয়েই মুলতঃ আজকের পোস্ট। বাংলাদেশে সিরিয়াল কিলিং নিয়ে গল্প পাওয়া যায় ভালো পরিমানেই। কিন্তু আমরা সব সময়ই একটা জিনিস মিস করে গিয়েছি, তা হলো সিরিয়াল কিলিং নিয়ে তথ্যবহুল নন-ফিকশন। নানা পাবলিকেশন থেকে যে এমন দুই একটা বই আসে নি তেমনা না। ক্রমিক খুনিদের নিয়ে করা আগের যে দুই একটাও বই আছে তার বেশির ভাগ তথ্য হয়ত ইন্টারনেট থেকে সহজেই পাওয়া সম্ভব। 

এই কারনে আমাদের ইচ্ছা ছিলো, সিরিয়াল কিলিং নিয়ে একটা পার্ফেক্ট নন-ফিকশন আনা। এই সময় অন্বয় আকিব ভাইয়ের ক্রমিক খুনিদের নিয়ে লেখা কিছু কিছু আর্টিকেল আমার চোখে পড়ে। উনি যেভাবে লেখছিলেন সেরকম কিছুই আমাদের এতটা সময়ের চাওয়া ছিলো। সিরিয়াল কিলার এর ব্যাকস্টোরি থেকে প্রত্যক্ষদর্শী, কর্মরত অফিসারদের বয়ান কিংবা সাইক্রিয়াটিস্টদের পর্যালোচনা কি নেই এর ভিতরে। ক্রমিক খুনী নিয়ে লেখা এই প্রথম বই সফল হলে আমরা আরো বই আনবো। বইতে লেখকের ইচ্ছা ছিলো "কোয়ালিটি ওভার কোয়ানটিটি।" আমরাও তার সাথে একমত। যে কয়জন সম্পর্কেই লেখা থাকুক বইটা তথ্যবহুল হোক, যেন পরবর্তীতে কেও এই বইটিকে রেফারেন্স বুক হিসেবে সহজেই ব্যবহার করতে পারে। 

৪. আরো আছে বেশ কিছু সত্যিকারের শিকার কাহিনি

আসুক কুহকের নন-ফিকশনরা। নতুন নতুন টপিক নিয়ে কুহক ছড়িয়ে পড়ুক সবার মাঝে। 

কল্পনার শুরু এখানেই। - Tawsif Ahmed

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ