- বই : বোনেদের প্রতি নসিহত
- প্রকাশনী : দারুল ইলম
- বিষয় : ইসলামে নারী
- প্রচ্ছদ মূল্য : ৮৫/-
বর্তমানে নারীদের মধ্যে যে-সকল ত্রুটি-বিচ্যুতি ও পদস্খলন সৃষ্টি হয়েছে সেগুলো এমন যে, এর দ্বারা আখিরাত ও দুনিয়া—উভয় স্থানেই অপমান ও অপদস্থতা রয়েছে। এই দোষগুলো যদিও আমাদের দৃষ্টিতে কোনো গুরুত্ব ও প্রভাব রাখে না; কিন্তু আল্লাহ ও তাঁর রাসুলের নিকট অনেক বড়ো গুনাহ। অথচ এগুলোই আমরা দিন-রাত করছি এবং একে কিছুই মনে করছি না যে, কাল এর পরিণতি কী হবে? দেহে যদি একটুও ময়লা লেগে যায়, তাহলে আমরা অস্থির হয়ে যাই। আর রূহ ও অন্তর যে গুনাহের ময়লায় নোংরা হয়ে রয়েছে, তা পাক-সাফ করার ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই। চিন্তা তো দূরের কথা, আমাদের এদিকে ভূক্ষেপ পর্যন্ত নেই। সেই দোষগুলোর অন্যতম গিবত, চোগলখুরি, অপবাদ, দ্বিমুখী কথা বা দ্বিচারিতা, অভিশাপপ্রদান, কসম খাওয়া, মিথ্যা বলা, রসম-রেওয়াজের পাবন্দি করা, অপরের প্রতি ভুল ধারণা, কবরপূজা, বিশ্বাসহীনতা, বেপর্দা হওয়া, সূক্ষ্ম ও পাতলা ফিনফিনে পোশাক পরা ইত্যাদি। 💞 - Halimatus Sadia
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....