জীবনে ১৩৯ দিন দাড়ি কামাবেন নাকি ৩৩৫টি বই পড়বেন?
একজন মানুষ তার পুরো জীবনে কেবল দাড়ি কামানোর পেছনে কত সময় ব্যয় করে? বস্টন ইউনিভার্সিটির ড. হার্বার্ট মেসকন এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন। ড. মেসকন গুনে দেখেন, কোনো কিশোর যদি ১৫ বছর বয়সে দাড়ি কামানো শুরু করে ৫৫ বছর বা এর কাছাকাছি বয়স পর্যন্ত তা অব্যাহত রাখে, তাহলে জীবনে প্রায় ৩ হাজার ৩৫০ ঘণ্টা (১৩৯ দিনের সমান) শুধু দাড়ি কামানোর পেছনেই ব্যয় করবে। এই দীর্ঘ সময় নষ্টের হাত থেকে রক্ষা করতে সহজ একটা কাজ করলেই হয়—আমরা আর দাড়ি কামাব না। এর পরিবর্তে একেকটা ইসলামি বই পড়ার পেছনে ১০ ঘণ্টা ব্যয় করলে এই বিশাল সময়ে ৩৩৫টি বই পড়ে শেষ করা যাবে।
দাড়ি তো স্বাভাবিকভাবেই পুরুষের মুখে গজায়। তাহলে কেন প্রকৃতির বিরুদ্ধে এই যুদ্ধ? কেন এমন যুদ্ধ করবেন, যেটায় হারতেই হবে? দাড়ি কামাতে যে সময় ব্যয় হয় এবং প্রকৃতির বিরুদ্ধে লড়তে হয়, তা কি আসলেই কোনো উপকারে আসছে আমাদের?
দাড়ি | কোরআন সুন্নাহ ও বিজ্ঞানের আলোকে দাড়ি : ড. গোড়ার মুশতাক | Dari By Dr. Gowhar Mushtaq - বইটি আসতে পারে ২০২২ এ অক্টোবর মাসের শেষের দিকে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....