◾️এক নজরে বই পরিচিতিঃ
বইয়ের নাম : দুনিয়া এক ধূসর মরীচিকা
লেখকের নাম : শাইখ আব্দুল মালিক আল কাসিম
অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ
প্রথম প্রকাশ : ডিসেম্বর 2018
পৃষ্ঠাসংখ্যা : 124
রিভিউ : আয়েশা খাতুন
মুদ্রিত মূল্য : 150
রিভিউ: আব্দুল্লাহ বিন উমর রা : বলেন একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাঁধ ধরে বললেন , “ দুনিয়াতে এমনভাবে বসবাস করো , যেন তুমি কোনো ভিনদেশি বা মুসাফির । ” ইবনে উমর রা . বলতেন , “ তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা কোরো না । আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষায় থেকো না । তোমার সুস্থতার সময় প্রস্তুতি গ্রহণ করো অসুস্থ অবস্থার জন্য । আর তোমার জীবিত অবস্থায় প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য ।
বই এর শেষ অংশে:
দুনিয়াকে ঘিরে অনেক স্বপ্ন তোমার ! তুমি চাও , তুমিই হবে দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি । কিন্তু আফসোস , যে দুনিয়ার পেছনে তোমার এত ছোটাছুটি , যার জন্য তোমার এত পদক্ষেপ আর পরিশ্রম ব্যয় ; সে দুনিয়ার স্বরূপ সম্পর্কে জানার সময়টুকুও তোমার হয়নি । হে পথিক , তোমার আগে আরও অনেকে দুনিয়ার এ পথ অতিক্রম করেছে । দুনিয়ার সামগ্রী অর্জনের জন্য তোমার চেয়েও বেশি চেষ্টা করেছে , এমন মানুষও বহু গত হয়েছে । কিন্তু কোথায় আজ তারা ? কোথায় তাদের দুনিয়া অর্জন ? শোনো , দুনিয়া এক ধূসর মরীচিকা । দুনিয়া এক অন্ধকার রাত্রি । দুনিয়া অন্বেষণকারী সমুদ্রের পানি পানকারীর ন্যায় — যতই সে পান করে , ততই তার তৃষ্ণা বৃদ্ধি পায় ।'...
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....