ইমা : হুমায়ূন আহমেদ - PDF | Ema Novel PDF By Humayun Ahmed

  • ইমা : হুমায়ূন আহমেদ পিডিএফ (কাহিনী সংক্ষেপ)
  • বইয়ের নাম : ইমা (আমার পড়া প্রথম সাইন্স ফিকশন বই )
  • লেখক : হুমায়ূন আহমেদ
  • লেখার ধরন : সাইন্স ফিকশন উপন্যাস
  • প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৯৮
  • প্রকাশক : সময় প্রকাশন
  • পৃষ্ঠা সংখ্যা : ৯৭
  • Last Update : September, 09, 2022



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
একজন টানেল কর্মীর ঘুম ভাঙ্গল মহাকাশযানে। সে কিছুতেই বুঝতে পারল না কেন তাকে এই মহাকাশযানে নেয়া হচ্ছে, সে সামান্য একজন টানেল কর্মী। মহাকাশযানের প্রধান কম্পিউটার সিডিসি তাকে একটি ঘরে আঁটকে রেখেছিলো। সিডিসির সাথে আলাপ করে সে জানতে পারে এই মহাকাশযানটি যাচ্ছে ৪ আলোকবর্ষ দূরের রারা গ্রহের অতি বুদ্ধীমান প্রাণীদের সাথে যোগাযোগ করতে। একসময় তাকে ঘর থেকে বের হতে দেয়া হলে তার মহাকাশযানের পদার্থ বিজ্ঞানীর সাথে আলাপ হয়। তার সাথে কথা বলার সময় জানতে পারে সে স্বেচ্ছায় ভলান্টিয়ার হিসেবে যাচ্ছে। তাকে সেই বুদ্ধিমান প্রাণীগুলিকে মানব জাতীর স্যাম্পল হিসেবে দেয়া হচ্ছে। অথচ সত্যিকার অর্থে সে স্বেচ্ছায় যাচ্ছে না।

তখন সিডিসি জানালো লোকটি মিথ্যে কথা বলছে। তার নাম ইয়ায়ূ, সে স্বেচ্ছায় এসেছে, তার সেই আবেদন পত্র দেখানো হলে। সেখানে ইয়ায়ূর হাতের ছাপ আছে পরিচয় আছে। এইসব শুনে বিজ্ঞানীর সন্দেহ হল সিডিসি মিথ্যে কথা বলছে। তিনি একটি মিটিং ডাকলেন সেখানে সিদ্ধান্ত হল সিডিসি মিথ্যে বলছে তাই তার কৃত্রিম বুদ্ধিমত্তা বন্ধকরে দেয়া হবে। এরপর সিডিসি ইয়ায়ূকে জানায় সে আসলেই ইয়ায়ূ। সিডিসি নিজে তার স্মৃতি মুছে দিয়ে টানেল কর্মীর স্মৃতি বসিয়ে দিয়েছে। সিডিসি ভেবে ছিল এই ঝামেলার কারণে সিডিসি মিথ্যে বলছে বুঝে এই মিশন বাদ দেয়া হবে। সিডিসি এই মিশন বাদ দিতে চাচ্ছে কারণ তার ধারনা বুদ্ধিমান প্রাণীরা চাচ্ছে ইয়ায়ূর ডিএনএ দিয়ে মডিফাই করে নতুন এক প্রজাতির মানুষ তৈরি করতে। সেই মানুষদের বাস করার জন্য তারা নিশ্চয়ই পৃথিবীতে তাদের পাঠাবে। এর জন্য পৃথিবীর বর্তমান মানব জাতীকে নিশ্চিহ্ন করে দিবে।

ইয়ায়ূ সিডিসির কথা বুঝতে পেরে মানব জাতীর সেই বিপদ এড়ানোর জন্য নিজে এমন এক বিষের ইনজেকশন নেয় যাতে বিশ মিনিটের মধ্যে তার শরীরের সমস্ত অণু মারা যাবে। ফলে বুদ্ধিমান প্রাণীরা আর তার ডিএনএ সংগ্রহ করতে পারবে না। কিন্তু ততোক্ষণে বিজ্ঞানীরাও বুঝতে পারে বুদ্ধিমান প্রাণীদের চালাকি আর তাই তারা এই মিশনটি বাদ দিয়ে পৃথিবীতে ফিরতে শুরু করে। তবে ততোক্ষণে অনেকটা সময় পেরিয়ে গেছে ইয়ায়ূর ২০ মিনিটের।

যারা ওমেগা পয়েন্ট পড়েছেন তারা কি জানেন? "ইমা"র সাথে "ওমেগা পয়েন্ট" এর কোন যোগ সুত্র আছে ? কারন ওইখানেও সিডিসি নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট থাকে ।

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার এবং প্রভাষক। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।

জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮, নেত্রকোনা জেলা
মৃত্যু: ১৯ জুলাই, ২০১২, বেলভ্যু হাসপাতাল কেন্দ্র, নিউ ইয়র্ক
চলচ্চিত্রগুলি: শ্রাবন মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, আরও
স্ত্রী: মেহের আফরোজ শাওন (২০০৫–২০১২), গুলতেকিন আহমেদ (১৯৭৬-২০০৩)
শিশু: শিলা আহমেদ, নুহাশ হুমায়ুন, বিপাশা আহমেদ, নিনিত আহমেদ, নোভা আহমেদ, নিশাদ আহমেদ

ইমা : হুমায়ূন আহমেদ - PDF | Ema Novel PDF By Humayun Ahmed | Download Now Ema Novel PDF 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ