হে বোন, যদি জান্নাতে যেতে চাও - শাইখ নিদা আবু আহমাদ | O sister, if you want to go to paradise - Shaykh Nida Abu Ahmad


হে বোন, অক্ষম হওয়ার আগেই নিজের জন্য পছন্দসই বাড়িটি নির্ধারণ করে রাখো। তোমার কাছে এখনো সুযোগ আছে। সুযোগ কাজে লাগানোর স্থানও আছে এবং বয়স নামক মূলধনও আছে। 

ইয়াজিদ আর-রাক্কাশি রহ. নিজেকে বলতেন, ‘ধ্বংস তোমার জন্য হে ইয়াজিদ! মৃত্যুর পর কে তোমার সালাত আদায় করে দেবে? কে তোমার পক্ষ থেকে তোমার সিয়ামগুলো পালন করে দেবে? তুমি মরে গেলে তোমার জন্য কে তোমার রবকে সন্তুষ্ট করে দেবে?’ এরপর বলতেন, ‘হে মানুষ, মৃত্যু যার শেষ খেলা, মাটি যার শয়নের স্থান, পোকামাকড় যার সবচেয়ে কাছের বন্ধু, মুনকার-নাকির যার সঙ্গী, কবর যার বাসস্থান, মাটিগর্ভ যার থাকার জায়গা, কিয়ামত যার ওপর অবধারিত এবং জান্নাত বা জাহান্নাম যেকোনো একটি যার গন্তব্য, তার অবস্থা কেমন হওয়া উচিত?!’ এ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং একপর্যায়ে অচেতন হয়ে যান। 
  • হে বোন, যদি জান্নাতে যেতে চাও
  • শাইখ নিদা আবু আহমাদ 
  • আব্দুল্লাহ ইউসুফ অনূদিত 
  • শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ