ইস্তিগফার আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে?

“তোমার জীবনে ইস্তিগফারের পরিমান বৃদ্ধি করো, কারন তুমি জানো না, কোন দিকে আল্লাহর রহমত তোমার উপর অবতীর্ণ হবে।”
- হাসান আল বসরি রহিমাহুল্লাহ্



আসুন দেখে নেই ইস্তিগফার আমার আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারেঃ

✓ইস্তিগফারে দুঃখ- দুঃশ্চিন্তা দূর হয়।
✓ইস্তিগফারে দুয়ার উত্তর আসে।
✓ইস্তিগফার ক্ষমার দরজার খুলে দেয়।
✓ইস্তিগফার রিযিকের দুয়ার খুলে দেয়।
✓ইস্তিগফার বিয়ে সহজ করে দেয়।
✓ইস্তিগফার সন্তান-সন্তানাদি আসতেসাহায্য করে।
✓ইস্তিগফার সম্পদে বারাকাহ বৃদ্ধি করে।

আপনার জীবনে যদি উপরের সমস্যা গুলোর অন্তত যেকোন একটি সমস্যা বিদ্যমান থাকে তাহলে ইস্তিগফারের পরিমান বাড়িয়ে দিন।আপনার লাইফের চেইঞ্জ আপনি নিজেই টের পাবেন ইনশাআল্লাহ্। 

এই উম্মতের জন্য আল্লাহর (ﷻ)আযাবের থেকে নিরাপত্তা পাওয়ার দুইটি উপায় আল্লাহ্ ﷻ পবিত্র কুর'আনে বলে দিয়েছেন। [সুরা আনফালঃ৩৩]

∆যতদিন আল্লাহর রাসূল ﷺ উম্মতের মধ্য জীবিত থাকবেন ততদিন তিনি উম্মতের উপর আযাব দিবেন না।

∆∆উম্মত ইস্তিগফারে অটল থাকলে তিনি তাদের উপর আযাব নাযিল করবেন না।

যেহেতু আল্লাহর রাসূল ﷺ উম্মতের মধ্যে জীবিত নেই তাই আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে ইস্তিগফার ছাড়া আমাদের বাঁচার কোন পথ নেই।

আল্লাহর রাসূল ﷺ বলেন,“কেউ অনবরত আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকলে( استغفر الله) আল্লাহ্ তার দুঃখ-দুর্দশা দূর করবেন তার দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ বের করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিযিক দিবেন যা সে কল্পনা ও করতে পারেনি। [আবু দাঊদ]

. ক্রেডিট : উম্মে কুলসুম বিনতে ইয়াকুব

Comments

Popular posts from this blog

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah