জানাজার নামাজের পদ্ধতি : শরয়ি আলোকে কাফন-দাফন | Janajar Namajer Poddoti


জানাজার নামাজের পদ্ধতি : 

জানাজার নামাজে ইমাম মৃতের বক্ষ বরাবর দাঁড়াবে।
[সহিহুল বুখারি, হাদিস : ১২৪৬]

ইমামের পেছনে মুক্তাদিদের কাতার হবে। 
[সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৩১০২]

সবাই আল্লাহর ইবাদত হিসেবে জানাজার ফরজ আদায়ের নিয়ত করবে। 
[সহিহুল বুখারি, হাদিস : ১]

উল্লেখ্য, নিয়ত মনে মনে করা ফরজ। মুখে পড়া ফরজ নয়। তাই মনে মনে শুধু এতটুকু নিয়ত করলেই হবে যে জানাজার নামাজ ফরজে কেফায়া, চার তাকবিরের সহিত এই ইমামের পেছনে আদায় করছি। নামাজ আল্লাহর জন্য, দোয়া মাইয়িতের জন্য। এরপর তাকবিরে তাহরিমা বলবে এবং কান পর্যন্ত হাত ওঠাবে। এরপর ছানা পড়বে। এরপর তাকবির বলে দরুদ পাঠ করবে। এই তাকবিরে হাত ওঠাবে না। তারপর তৃতীয় তাকবির বলে মৃতব্যক্তি ও মুসলমানদের জন্য দোয়া করবে। তখনো হাত ওঠাবে না। তারপর চতুর্থ তাকবির বলবে। তখনো হাত ওঠাবে না। 
[সুনানে দারাকুতনি, হাদিস : ১৮৫৩, মুসান্নাফু ইবনি আবি শাইবা : ৩/২৯৫]

অতঃপর ডান ও বাম দিকে সালাম ফেরাবে।
[আস সুনানুল কুবরা লিল বাইহাকি : ৭২৩৮]

ইমাম তাকবির উচ্চ স্বরে বলবে এবং বাকি দোয়া-দরুদ অনুচ্চ স্বরে পড়বে। মুক্তাদিরা সবই অনুচ্চ স্বরে করবে।
[সুনানু আবি দাউদ, হাদিস : ২৭৮৪; আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস : ৭৪৩৩]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ