'কাইজেন' ২০ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে প্রত্যাশা প্রকাশ থেকে।
“ছোটো ছোটো বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”
ঠিক তেমনি ছোট ছোট কিছু সুঅভ্যাসের ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আপনার জীবনেও আসতে পারে কাঙ্ক্ষিত ও বড় মাপের ইতিবাচক পরিবর্তন। আর সেই পরিবর্তনের পদ্ধতিই জাপানী ভাষায় পরিচিত ‘কাইজেন’ নামে।
কাইজেন মুলত দুটি শব্দ নিয়ে গঠিত, কাই= পরিবর্তন, জেন= ভাল। ভালোর জন্য যে পরিবর্তন তাকে বলে কাইজেন। স্বভাবসুলভভাবেই জাপানিজরা শব্দটিকে বাস্তবে প্রয়োগ করেছেন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাদের কর্ম জীবনেও এই শব্দের যথাযথ ব্যবহার করেছেন, এনেছেন সাফল্য। সেই একই পদ্ধতি কার্যকর অন্যান্য দেশ ও সংস্কৃতিতেও, যার প্রয়োগে সেখানকার মানুষের জীবনেও আসতে পারে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। কেননা, কাইজেন এর কোনো লিমিটেশন বা সীমাবদ্ধতা নেই। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ব্যবসায় ও অন্যান্য প্রতিষ্ঠানেও কাইজেন এর নীতিগুলোর প্রয়োগে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানে এসেছিল বহুমাত্রিক পরিবর্তন। ঠিক একই জিনিস আপনার জীবনে নিয়ে আসতে পারে কাইজেন।
জীবনে ধাপে ধাপে উন্নতিতে যেসব মানুষ বিশ্বাস করেন, তাদের উন্নতিকে ত্বরান্বিত ও সুশৃঙ্খল করবে কাইজেন। ব্যক্তিগত থেকে সামষ্টিক উন্নতির সন্ধানে থাকা প্রত্যেক মানুষদের জন্য অবশ্য পাঠ্য এক বই।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....