কিছু চিহ্ন থাক : রাইসুল ইসলাম | Have some signs : Raisul Islam

  • বই: কিছু চিহ্ন থাক
  • লেখক : রাইসুল ইসলাম
  • ধরণ: কাব্যগ্রন্থ
  • প্রকাশক: নোটবুক প্রকাশ
  • প্রচ্ছদ : আব্দুল্লাহ মারুফ রুসাফি
  • মূদ্রিত মূল্য: ১৮০ টাকা মাত্র



নিদ্রার তরী কভু ভেড়ে না এপারার ঘাটে নির্ঘুম নিশীথে এসে ব্যথারা ভারী করে বুক। সওদা করতে গিয়ে নিস্তব্ধ আঁধারের হাটে জেগে জেগে ক্রয় করি বিষাক্ত নিদারুণ সুখ।


প্রি-অর্ডার মূল্য: ১১৭ টাকা মাত্র , ৩৫% ছাড়ে। সাথে থাকছে লেখকের অটোগ্রাফ ও হাতে তৈরি করা বুকমার্ক

এছাড়াও প্রথম ১০ জন প্রি-অর্ডারকারী পাচ্ছেন ফ্রি-ডেলিভারী, ১১-৫০ তম প্রি-অর্ডারকারীরা পাচ্ছেন একটি কলম  এবং ১০০,১৫০,২০০ এভাবে প্রতি ৫০তম জন পাবেন নোটবুক প্রকাশ থেকে প্রকাশিত যেকোন একটি বই!

( অবশ্যই পেমেন্ট অপশন থেকে পে করতে হবে) 

 পেমেন্ট করতে উপরের লিংকে ক্লিক করে খুব সহজে আপনার পেমেন্টটি সম্পন্ন করুন)।

পেমেন্ট করার পর লাস্ট ৪ ডিজিট বা স্কিনশর্ট আমাদের পেইজে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অথবা নিচের নাম্বারে ফোন করে কনফার্ম করতে হবে। 

শুধুমাত্র নোটবুক প্রকাশ এর অফিসিয়াল ফেসবুক পেইজে অর্ডারকারীগণ সকল অফারের আওতাভুক্ত হবেন। 

কবির কলম,প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ী !

আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ সময়ের সাহিত্যসাধনার প্রয়াস 'কিছু চিহ্ন থাক' কাব্যগ্রন্থটি প্রকাশ পেলো। আপনাদের কাছে আমার এ ক্ষুদ্র সাহিত্যকর্মটি পৌঁছে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

"কখনো সুখের জোয়ার, কখনো ভাটা,

নদীর নিয়মেই যেন মানবকুলের হাঁটা"

আমার যাপিত জীবনের সুখ-দুঃখের কথা নিজের মতো করে কবিতায় বলতে চেষ্টা করেছি। যে অনুভূতিগুলো চাইলেও মুখ ফুটে বলতে পারিনি কখনো বা বলার মতো মানুষ পাইনি, তা পরম লালিত্যে পুষে রেখেছি। যা প্রকাশ করতে চেয়েছি তা হতে পারে প্রেমবিরহ, হতে পারে দেশপ্রেম কিংবা হতে পারে প্রেমের গণ্ডি পেরিয়ে দ্রোহ। ভুলত্রুটির ঊর্ধ্বে নগণ্য মানুষটির ভালোবাসা সাদরে গ্রহণ করবেন।

কাব্যগ্রন্থটির পাঠকপ্রিয়তা কামনা করছি। বিনীত,রাইসুল ইসলাম 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ