পবিত্র কুরআনের বেশ কয়েকটি অনুবাদ ও তাফসীর ইতিমধ্যে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। এসব অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কুরআনের অর্থ অনুধাবন করা অনেকাংশে সহজ হলেও আরবী ভাষায় কম অভিজ্ঞ লােকদের জন্যে সরাসরি শব্দে অর্থ বুঝার মত অনুবাদের অভাব রয়েছে। এ অভাব পূরনের উদ্দেশ্যে পবিত্র কুরআনের শাব্দিক অর্থ প্রকাশ করার চেষ্টা করেছি।
তবে শুধু শব্দার্থ দ্বারা অনেক সময় মূল বক্তব্য জানা সম্ভব নয়। তাই শব্দার্থের সাথে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রঃ) এর তরজমা -এ কুরআন থেকে ভাবার্থ ও সংক্ষিপ্ত টিকা সংযােগ করা হয়েছে, যাতে মর্মার্থ বুঝতে অসুবিধে না হয়।
পবিত্র কুরআনের শব্দগুলাের অর্থ চয়নের ক্ষেত্রে আমি প্রসিদ্ধ নির্ভরযােগ্য মুফাস্সীরগণের গ্রহণীয় অর্থকে প্রাধান্য দিয়েছি। এ ক্ষেত্রে শাহ রফিউদ্দিন দেহলভী (রাঃ) এর শাব্দিক অনুবাদ (উর্দু) তফসীরে মাআরেফুল কুরআন (বাংলা অনুবাদ) ও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত আল কুরআনুল করিম (বাংলা অনুবাদ) মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদুদীর(রাঃ) এর তাফহীমুল কুরআন (বাংলা অনুবাদ) এবং
মক্কাশরীফে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ডঃ আব্দুল্লাহ আব্বাস নদভীর Vocabulary of the Holy Quran'(আরবী-ইংরেজী) এর সহযােগিতা নিয়েছি। এ সত্বেও কোন ক্রটি যদি কোন গবেষকের সামনে ধরা পড়ে তা অনুবাদককে অবহিত করতে অনুরােধ রইল। বিদেশে অবস্থানের কারণে মুদ্রণ ত্রুটি ও রয়ে গিয়েছে। আগামীতে তা সংশােধনের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
এই বঙ্গানুবাদ থেকে উপকৃত হওয়ার জন্যে বাংলা শব্দার্থগুলােকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে পড়ার পরিবর্তে আরবী শব্দের নীচে দেয়া বাংলা শব্দার্থ ও আয়াতগুলাের শেষে দেয়া বাংলা ভাৰাৰ্থ পড়তে হবে। এভাবে শব্দার্থ ও ভাৰাৰ্থ বুঝে কিছুদুর অধ্যয়ন করতে পারলে পরবর্তিতে কুরআনের বাকী অংশের অর্থ অনুধাবন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এরপরও পূর্ন কুরআন অধ্যয়নের জন্যে কোন নির্ভরযােগ্য তাফসীরের সহযােগিতা নেয়াই উত্তম হবে।
এ কাজে জনাব মাওলানা আ, ন, ম, রশীদ আহমাদ এবং জনাব মাওলানা শামাউন আলীর সহযােগিতার কথা সকৃতজ্ঞচিত্তে উল্লেখ করছি।
সবশেষে এ কাজে যা কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে তার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার এ ক্ষুদ্র মেহনত যাতে আল্লাহ তায়ালা কবুল করেন তার জন্য তারই দরগায় কাতরভাবে মােনাজাত করছি।
মতিউর রহমান খান - জেদ্দা, সৌদি আরব।
আধুনিক প্রকাশনী হইতে প্রকাশিত মতিউর রহমান খান কর্তৃক অনুবাদিত শব্দার্থে কুরআনুল মজীদ ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
১। শব্দার্থে আল কুরআনুল মজীদ ১ম খণ্ড
২। শব্দার্থে আল কুরআনুল মজীদ ২য় খণ্ড
৩। শব্দার্থে আল কুরআনুল মজীদ ৩য় খণ্ড
৪। শব্দার্থে আল কুরআনুল মজীদ ৪র্থ খণ্ড
৫। শব্দার্থে আল কুরআনুল মজীদ ৫ম খণ্ড
৬। শব্দার্থে আল কুরআনুল মজীদ ৬ষ্ঠ খণ্ড
৭। শব্দার্থে আল কুরআনুল মজীদ ৭ম খণ্ড
৮। শব্দার্থে আল কুরআনুল মজীদ ৮ম খণ্ড
৯। শব্দার্থে আল কুরআনুল মজীদ ৯ম খণ্ড
১০। শব্দার্থে আল কুরআনুল মজীদ ১০ম খণ্ড
Tags :
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....