- বইয়ের নাম: দ্য মিস্ট
- লেখক: স্টিফেন কিং
- অনুবাদক: মোহতাসিম হাদী রাফী
- প্রচ্ছদ: ডিলান
- প্রকাশনী: বাতিঘর প্রকাশনী
- মুদ্রিত মূল্য: ১৮০/-
- প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১৮
কাহিনী সংক্ষেপঃ
অলস দুপুর। ভ্যাপসা গরম আর গুমোট বাতাস। তারপর সন্ধ্যায় ধেয়ে এলো এক ঝড়, সাথে নিয়ে এলো অদ্ভুত এক কুয়াশা। কী আছে সেই কুয়াশায়? কেন সেই কুয়াশার মাঝে গেলে কেউ আর ফিরে আসে না? কুয়াশার মধ্যের সেই সব অদ্ভুত ছায়াগুলো আসলে কী? আমেরিকান মিলিটারি প্রজেক্ট অ্যারোহেড এর নামে কী করছে গোপনে? প্রজেক্ট অ্যারোহেড এর সাথে এই অদ্ভুত কুয়াশার কোনো সম্পর্ক নেই তো?
শহরে এসে এই অদ্ভুত কুয়াশার জন্য সুপার মার্কেটে আটকা পড়ে ডেভিড আর তার ছেলে বিলি। বিলি তার মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করে। এদিকে সুপার মার্কেট থেকে যে-ই বাইরে যাচ্ছে সে আর ফিরে আসছে না। সুপার মার্কেটে আটকা পড়া মানুষগুলো অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হয়। তারা কি বেঁচে ফিরতে পারবে তাদের আপনজনদের কাছে? নাকি অদ্ভুত এই কুয়াশার কাছে জীবন হারাতে হবে?
মাঝে মাঝেই রকমারিতে বই দেখতে ঘুরতে যাই। এই বইয়ের সন্ধান রকমারি থেকেই পাওয়া। এই বইয়ের কোনো রিভিউ আমি দেখিনি। নামটাও জানতাম না। রকমারিতে বইটা দেখে কেন জেনো ভালো লাগে। কিছু না ভেবেই অর্ডার করে ফেলি। অর্ডার করার পর একটু চিন্তাতেই পড়ে যাই, ভালো হবে তো বইটা? এইজন্য বইটা পড়ার সময় কোনো রকম এক্সপেক্টেশন ছিল না।
তবে পড়ে খুব ভালো লেগেছিল। নিজেকে ঐ সুপার মার্কেটে ভাবতেই কেমন একটা দমবন্ধকর অনুভূতি হয়। মনে হয় বাস্তবেও যদি এমন অদ্ভুত কুয়াশার সম্মুখীন হই তবে কী হবে? পিচ্চি একটা বই এক বসাতেই শেষ হয়ে যায়। কিন্তু যথেষ্ট উত্তেজনাকর ছিল। পড়ার শেষে মনে হয় যেন ''শেষ হয়েও হইলো না শেষ''।
হরর পছন্দ করলে পড়ে দেখতেই পারেন বইটা। আশা করি হতাশ হবেন না, ভালোই লাগবে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....