অপেক্ষা নামে : চৌধুরী সাহেব | Opekkhar Name By Chowdhury Shaheb

  • নাম : অপেক্ষা নামে
  • সম্পাদক : চৌধুরী সাহেব
  • প্রকাশনি : বুক মার্ট পাবলিকেশন্স 
  • গল্পের নাম : না বলা কথাগুলো 
  • রিভিউ ক্রেডিট : হোসনা আরা মরিয়ম 

ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটা তা হয়তো নিশা ঠিকই বুঝছে। পরিবারের জন্য বাধন কে দুরে সরিয়ে দিয়েছে সে। কিন্তু এখনও যে তাকেই সে ভালোবাসে। তার যে কঠিন অসুখ হয়েছে, হয়তো আর বাঁচবে না। কিন্তু তার না বলা কিছু কথাগুলা বাধনকে বলতে খুব ইচ্ছে করছিলো। সেই সাধ্য তার নেই তাই একমাত্র সহায় হলো ডাইরি। সে ডাইরির পাতায় তার না বলা কষ্ট, ভালোবাসা জমা করে রাখলো। সেটা কখনোই হয়ত বাধনের কাছে গিয়ে পৌঁছাবে না। 

গল্প থেকে ভালো লাগা একটি লাইন–
"আমার মাঝে জমে থাকা কথাগুলো অনুভবেই বলে দিব।"

অপেক্ষার সুতোয় বাঁধা আমাদের জীবন। আমরা হয়তো ভীষণ সুন্দর করে কারোর জন্য অপেক্ষা লিখি যদিও গল্পে তার চরিত্র ক্ষীণ। মনঃপুত অপেক্ষারত আমাদের সমস্ত কাছে থাকার প্রতিচ্ছবি। এমনই কিছু অপেক্ষারত মানুষদের গল্প নিয়ে সংকলিত "অপেক্ষার নামে" বইটি। 

অপেক্ষা থাকুক, অনুচ্ছেদ হোক। ফিরে আসুক গল্পময়ীর কাছে ভালোবাসা হয়ে। যদি হয় তবে তার নাম মুগ্ধতা, অপেক্ষায় শুদ্ধতা। ভালোবাসা আসুক ফিরে যেখানটায় যার চায় মন, অপেক্ষা হাসুক পূর্ণতায় আজীবন। অপেক্ষা ভালোবাসারই সুন্দরতম চিহ্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ