- বই : পথের পাঁচালী
- লেখক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- ধরন : চিরায়ত উপন্যাস, পারিবারিক -সামাজিক উপন্যাস
- প্রথম প্রকাশ : অক্টোবর ১৯২৯
- প্রকাশনী : রাবেয়া বুক হাউজ
- মোট পৃষ্ঠাসংখ্যা : ৩৩২
- রিভিউ ক্রেডিট : নাদিয়া আফরোজ
মাঝ-বর্ষার ধারামুখর কুয়াশাচ্ছন্ন দিনে মনে হয় যে পৃথিবীর দিনগুলো স্বপ্ন না সত্য? এই মেঘ, এই দুর্দিন, অনন্ত ভবিষ্যতের পথে এরাই রহিল চিরসাথী -- দিগন্তের মায়া-লীলার মত চৈত্র-বৈশাখের দিনগুলা যেন অতীতে মিলাইয়া গিয়াছে- আর কি তাহা ফিরিয়া আসে?
কিছু উপন্যাস আছে, যার প্রতিটি লাইনই কাব্যিক;কেননা এতে প্রকৃতি ও মানবমনের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্কের আখ্যান আছে, আর আছে সেই সম্পর্কের আলোকে গড়ে উঠা কিছু মায়াবী অনুভূতির উপাখ্যান। পথের পাঁচালীও ঠিক তেমনই একটি চিরায়ত উপন্যাস, যার তুলনা এটি নিজেই। আর এর রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। যারা উপন্যাস পড়তে পড়তে চিন্তার জগতে হারিয়ে যেতে ভালবাসেন, তাদের জন্য বিভূতিভূষণ এক অনন্য নাম; কেননা রোমান্টিসিজম ও রিয়েলিজমের চমৎকার সমন্বয় এবং একইসাথে অপুর মত ভাবুক চরিত্রে নিষ্পাপত্ব ও কোমলতার প্রতিফলন ঘটানোর মাধ্যমেই তার অনবদ্য লেখনশৈলীর পরিচয় পাই আমরা।
পথের পাঁচালী শুধুমাত্র নিশ্চিন্দিপুর গাঁয়ের বামুন হরিহর রায় ও তার স্ত্রী সর্বজয়ার জীবনের সুখ দুঃখের পাঁচালীই নয়, এটি অপুর আনন্দময় ও কৌতূহলপূর্ণ শৈশব জীবনের পূর্ণতা ও প্রাপ্তির বিকাশও। ইন্দির ঠাকরুন ও দূর্গার মৃত্যুর বিষন্নতাময় আবহ পাঠকমনকে কতটা তীব্রভাবে অভিভূত করতে পারে, তারই আখ্যান পথের পাঁচালী। পথের পাঁচালী একজন বালক অপুকে একজন পরিপূর্ণ মানুষ করে তোলার জন্য কষ্টিপাথর স্বরূপ।
সবশেষে এটুকুই বলব, পথের পাঁচালী নিয়ে বেশিকিছু বলার ধৃষ্টতা আমার নেই। তবে হ্যাঁ, আমার জীবনে পড়া শ্রেষ্ঠ উপন্যাস নিঃসন্দেহে এটিই, এবং আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে, কোন চরিত্রকে আমি নিজের মাঝে ধারণ করতে চাই, তবে জল্পনা কল্পনা ডিঙিয়ে আমি অপুর নামটিই নেব। PDF Download
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....