- গল্প: নবজাতক
- লেখক: সুস্মিতা জাফর
- বই: রহস্যলীনা ৩
- সম্পাদক: ফৌজিয়া খান তামান্না
- ধরণ: যৌথ গল্প সংকলন
- প্রকাশনী: চলন্তিকা
- মুদ্রিত মূল্য: ৪৫০৳
- Review Credit : Samiha Hossain Shoily
[ওয়ার্ডের বারান্দাতেই সারি সারি শুইয়ে রাখা হয়েছে লাশ।
লাশগুলো ঢেকে রাখা হয়েছে সাদা চাদরে। ইশ্! এত্ত দুর্গন্ধ ভেসে আসছে বারান্দাটা থেকে। ঠিক যেন একদম আজ রাতের গাইনি ওয়ার্ডে ভেসে বেড়ানো দুর্গন্ধের মতন!]
সময়টা সেহেরির প্রায় ঘণ্টা তিনেক আগের। ওয়ার্ড থেকে কেমন একটা চাপা শুঁটকি পচা গন্ধ আসছে। ভীষণ কটু গন্ধ। রাত একটার সময় ছত্রিশ সপ্তাহের গর্ভবতী এক রোগী এলো। তাৎক্ষণিক ডেলিভারি করাতে চাইছে অথচ রোগীর ব্যথা ওঠেনি, পানি ভাঙেনি। এমনকি গর্ভকালীন কোনো জটিলতাও নেই। তাহলে?
বলছিলাম গল্পকার সুস্মিতা জাফর রচিত ছোটগল্প 'নবজাতক' নিয়ে। গল্পটি ফৌজিয়া খান তামান্না সম্পাদিত রহস্য, ভৌতিক ও থ্রিলার জনরা ভিত্তিক যৌথ গল্প সংকলন রহস্যলীনা সিরিজের তৃতীয় বইটিতে স্বমহিমায় স্থান করে নিয়েছে। রহস্যলীনা ৩ বইটির এবারের স্লোগান ছিল "অল্প কথায় রহস্য গল্প"। এই নাতিদীর্ঘ ছোটগল্পটিও সেই স্লোগানকে মাথায় রেখেই রচিত। সংকলনটির জনরার বিষয়টি থেকে প্রশ্ন আসতে পারে, গল্পটি কোন ঘরানার? ভৌতিক, রহস্য নাকি থ্রিলার? সেই প্রশ্নের উত্তর পাঠক না হয় গল্প পড়েই বুঝে নেবেন।
'নবজাতক' গল্পটি বর্ণিত হয়েছে একজন গাইনোকোলজিস্টের ভাষ্যে অর্থাৎ উত্তম পুরুষে এবং পুরো গল্পটিতে যে ঘটনাটি উত্থাপিত হয়েছে তা শুধুই একটি রাতের কিছু সময়ের ও ব্যাখ্যাহীন অভিজ্ঞতার বর্ণনা, যার সাক্ষী স্বয়ং বক্তা।
সার্জারি ওয়ার্ডের সারি সারি লাশ, গাইনি ওয়ার্ডের উৎকট গন্ধ, সেই সাথে হঠাৎ হাজির হওয়া আতঙ্কগ্রস্ত দম্পতি— আপাতদৃষ্টিতে ঘটনাগুলো বিক্ষিপ্ত মনে হলেও গল্পকার বেশ নৈপুণ্যের সাথে এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় গেঁথে সৃষ্টি করেছেন গল্পটির। পেশাগত জীবনে চিকিৎসক হওয়ার সুবাদে গল্পের ভাঁজে ভাঁজে হাসপাতালের পারিপার্শ্বিক পরিবেশের আবহ বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। গল্পপাঠের সময় করিডোর, গাইনি ওয়ার্ড, তার পাশের লিফট, চার তলার শিশু ওয়ার্ড, সার্জারি ওয়ার্ডের বারান্দায় থাকা সারি সারি লাশ— এই দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল। এই গল্পটা এক বসায় ঝটপট পড়ে ফেলার মতো হলেও আমি পাক্কা এক ঘণ্টা বসে দু বার পড়েছি। ঝরঝরে বর্ণনা, অথচ পরিস্থিতির তাৎপর্য উপলব্ধিতেই সময়টা পেরিয়ে গেল।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....