প্রকাশনা : প্রগতি প্রকাশন, মস্কো
প্রকাশন কাল : ১৯৮৭
পৃষ্ঠা সংখ্যা : ১৬৮
আয়তন : ১২ মে. বা.
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সমীর কুমার বিশ্বাস
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : সৌরদীপ সিনহা
অক্টোবর সমাজতান্ত্রিক মহাবিপ্লব রাশিয়াকে বাঁচায় অর্থনৈতিক ও জাতীয় বিপর্যয় থেকে।
১৯৯৭ সালের রুশ বিপ্লব সম্পর্কে সমস্ত রচনা যদি পড়তে চান তাহলে সারা জীবনেও কুলবে না ! বিশ্বের নিয়ে লেখা হয়েছে শত শত বই, লিখেছে তার শত্রু-মিত্র সকলেই ।
সালে কী ঘটেছিল রাশিয়ায়?
মুখরোচক খবর ! ১৯১৭ সালে বলশেভিকরা নারীদের জাতীয়করণ দিয়ে শুরু করেছিল !.
'বলশেভিক কথাটার অর্থ কী?
বলশেভিকরাদের উদ্ভব ১৯০৩ সালে, রুশ সোশ্যাল ডেমোক্রাটিক শ্রমিক পার্টির ২য় কংগ্রেসে পরিচালক সংস্থাদির নির্বাচন প্রসঙ্গে, যখন লেনিনের অনুগামীরা পায় সংখ্যাগরিষ্ঠ (রুশীতে 'বলশেভিক') আর সুবিধা বাদীরা সংখ্যাল্প (রুশীতে 'মেনশেভিক') ভোট।
বলশেভিকরা কাদের স্বার্থের প্রবক্তা? প্রলেতারিয়েত আর গরিব
চাষিদের প্রবক্তা ছিল বলশেভিকরা ।
সে দিনগুলোর অসংখ্য সভাসমাবেশে পোমাদবাসীদের আর অবাক্ লাগত না। কিন্তু এই ছিল ইতিহাসের একটা অঙ্ক। হাজার হাজার পেত্রগ্রাদবাসী
১৯১৭ সালে ৩ এপ্রিল
সমবেত হয় প্রবাস থেকে লেনিনের প্রত্যাবর্তন উপলক্ষে। স্কোয়ারে উপস্থিত লোকেরাই শুধু নয়, সারা রাশিয়া
শুনেছিল তাঁর কথা ।
.সাময়িক সরকারের আমলেও যুদ্ধ থেকেই যাচ্ছে সাম্রাজ্যবাদী !
কোনো সমর্থন নয় সাময়িক সরকারকে!
সমাজতান্ত্রিক বিপ্লব জিন্দাবাদ।...
আরে না, শুনছি বলশেভিকদের নেতা বিদেশ থেকে ফিরছে।
স্টেশনে কিছু একটা ঘটবে মিটিং কেন? বোধ হয়, জা কেউ চলে যাচ্ছে নাকি ?
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....