- শরহুল ফিকহিল আকবার
- লেখক : ইমাম আবু হানিফা (রহঃ)
- প্রকাশনী : মাকতাবাতুস সুন্নাহ (বাংলাবাজার)
- বিষয় : ঈমান ও আকীদা
- অনুবাদক : এনামুল হক মাসউদ
- পৃষ্ঠা : 608, কভার : হার্ড কভার
- ভাষা : বাংলা
ইসলামি আকিদা হল মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলমানের চিন্তা-চেতনা, বিশ্বাস ও ভেতরের সকল সুন্দর উপলব্ধি তার সবই বিশুদ্ধ আকিদার উপর নির্ভরশীল। আর এজন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় দীর্ঘদিন ধরে মুসলিমদেরকে বিশুদ্ধ আকিদার জ্ঞানে সমৃদ্ধ করেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো ইমান-আকিদা ও বিশ্বাসকে যারা সঠিকভাবে আত্মস্ত করেছেন, তাদেরকে তিনি “আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহ” বলে আখ্যা দিয়েছেন।
হাদিস শরিফে “আমি ও আমার সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমগণ যে আদর্শের উপর রয়েছি” বলে তিনি সে ঘোষণাই দিয়েছেন।ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামি আকিদা বিষয়ে লিখেছেন সবার আগে। “আল ফিকহুল আকবার”।তিনি যখন আল ফিকহুল আকবার রচনা করেন তখন আকিদা ইলমুল ফিকহেরই অংশ ছিলো।ইলমুল ফিকহের তখন দু’টি শাখা ছিল,
এক-আল ফিকহুল আকবার
দুই-আল ফিকহুল আসগার।
পরবর্তীতে আল ফিকহুল আসগারকে নিয়ে ইলমুল কিফহ স্বতন্ত্র শাস্ত্রের রূপ ধারণ করে।এবং আকিদা ইলমুল কালাম নামে আলাদা শাস্ত্রের রূপ ধারণ করে।এর পিছনে অবশ্য যৌক্তিকতাও ছিলো।কারণ তখন ইসলামের মূল ভিত্তি আকিদার উপর সর্বদিক থেকে চরমভাবে আক্রমন আসতেছিল। বাতিলদের আক্রমণ মোকাবেলা করতেই আকিদাকে ইলমুল কালাম নামে স্বতন্ত্র শাস্ত্র বানিয়ে একাডেমিকভাবে বাতিলদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন সালাফগণ।ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম আকিদার সমস্ত মাসআলা-মাসাইলের উপর বই লিখেছেন ‘আল ফিকহুল আকবার’।এই পর্যন্ত আকিদা বিষয়ক যত বই লিপিবদ্ধ হয়েছে সমস্ত বইয়ে আল ফিকহুল আকবারের রেফারেন্স রয়েছে। সকল ইমাম,ফকিহ ও গবেষকগণ আল ফিকহুল আকবারের ভূয়সী প্রশংসা করেছেন,তা থেকে উপকৃত হয়েছেন।বর্তমানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সমূহ মতবিরোধ ও ফিতনার সময়ে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহর আকিদা-বিশ্বাস ও নীতি-আদর্শই হচ্ছে আমাদের জন্য একমাত্র গ্রহণীয় ও অনুসরণযোগ্য।
আর এ বিষয়ে জগদ্বিখ্যাত ইলমি ব্যক্তিত্ব ইমাম আজম আবু হানিফা রাহি.-এর বিখ্যাত গ্রন্থ ফিকহুল আকবার হল একটি আকর গ্রন্থ।
বক্ষমান গ্রন্থটি সেই ফিকহুল আকবারেরই অসাধারণ চমতকার একটি ব্যাখ্যা গ্রন্থ। ফিকহুল আকবারের বহু ব্যাখ্যাগ্রন্থ রয়েছে।পাকিস্তানের সর্বজন শ্রদ্ধেয় আলিম মুতাকাল্লিমুল ইসলাম আল্লামা ইলিয়াস ঘুম্মান হাফিযাহুল্লাহ প্রায় সবগুলো ব্যাখ্যাগ্রন্থকে সামনে রেখে আল ফিকহুল আকবারের চমৎকার একটি ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।যার ছত্রে-ছত্রে ফুটে উঠেছে আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহর আকিদা।
প্রিয় পাঠক! আসুন স্বীয় হৃদয়কে আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহর আকিদা-বিশ্বাসে পরিশুদ্ধ করতে গ্রন্থটি মনোযোগ দিয়ে পাঠ করি।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....