সরোবরে পুষ্প ভাসে : আফিয়া খোন্দকার আপ্পিতা | Shorobore Pushpo Vashe By Afia Khondokar Appita

  • গল্পসংকলন : সরোবরে পুষ্প ভাসে
  • লেখিকা : আফিয়া খোন্দকার আপ্পিতা 
  • প্রকাশনী : বর্ণলিপি প্রকাশনী 
  • প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ। 
  • প্রকাশকাল: অক্টোবর 

শরতের চোখ জোড়া সুন্দর। টানা টানা হরিণ চোখ। কোন ছেলের চোখ যে এতখানি মায়াবী হতে পারে জানতো না তিশান। এই সুন্দর চোখের উপশিরায় ফুটে উঠেছে কত দুঃখকথা! ভারি দুঃখ চাপা রাখার ক্ষমতা আছে বলেই কি চোখের সৌন্দর্য এত বেশি? উত্তর জানা নেই তিশানের। সে অন্তর্ভেদী চোখে বন্ধুকে দেখছে। শরতের চোখে অশ্রুবিন্দু মুক্তোর মতো জ্বলজ্বল করছে। সেই সাথে ফুটে উঠছে শরতের হরিণ চোখের করুন ব্যাথা। শরৎ কাতর গলায় জিজ্ঞেস করল,
'সব তো শুনলি। এবার বল, আমার সমস্যার কোন সমাধান আছে তোর কাছে?'

তিশান তৎক্ষনাৎ উত্তর দিল না। দিতে পারল না, বাকরুদ্ধতা তখনো ওকে স্থবির করে রেখেছে। খানিক সময় নিল। তারপর কী যেন ভেবে প্রশ্নের উত্তরে প্রশ্ন করল, 'তুই কি কষ্ট থেকে মুক্তি পেতে চাস?'

শরৎ আকুতিভরা স্বরে বলল, ' এ জীবন আর ভালো লাগছে না। এত কষ্ট সহ্য হচ্ছে না। আমি মুক্তি চাই।'

 তিশানের উত্তর যেন তৈরিই ছিল। সে চটপটে উত্তর দিল,
'আমার কাছে একটা যাদু আছে। সেই যাদু আপন করে নিলে সব কষ্ট ভুলে থাকা যায়। তোর লাগবে সেই জাদু?' -- বিস্তারিত আসছে.. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ