- গল্পসংকলন : সরোবরে পুষ্প ভাসে
- লেখিকা : আফিয়া খোন্দকার আপ্পিতা
- প্রকাশনী : বর্ণলিপি প্রকাশনী
- প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ।
- প্রকাশকাল: অক্টোবর
'সব তো শুনলি। এবার বল, আমার সমস্যার কোন সমাধান আছে তোর কাছে?'
তিশান তৎক্ষনাৎ উত্তর দিল না। দিতে পারল না, বাকরুদ্ধতা তখনো ওকে স্থবির করে রেখেছে। খানিক সময় নিল। তারপর কী যেন ভেবে প্রশ্নের উত্তরে প্রশ্ন করল, 'তুই কি কষ্ট থেকে মুক্তি পেতে চাস?'
শরৎ আকুতিভরা স্বরে বলল, ' এ জীবন আর ভালো লাগছে না। এত কষ্ট সহ্য হচ্ছে না। আমি মুক্তি চাই।'
তিশানের উত্তর যেন তৈরিই ছিল। সে চটপটে উত্তর দিল,
'আমার কাছে একটা যাদু আছে। সেই যাদু আপন করে নিলে সব কষ্ট ভুলে থাকা যায়। তোর লাগবে সেই জাদু?' -- বিস্তারিত আসছে..
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....