সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ : শাইখ মুস্তফা আল-আদাবি | Paradise with the honest, destruction with the dishonest : Shaykh Mustafa al-Adabi

  • সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ
  • লেখক : শাইখ মুস্তফা আল-আদাবি
  • প্রকাশনী : দারুল আরকাম
  • বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ
  • পৃষ্ঠা : 176, কভার : হার্ড কভার

আমরা মুসলিম জাতি আল্লাহ তাআলার গোলাম। আর আমরা আল্লাহর গোলাম হওয়াতেই গর্ববোধ করি। এ জন্য তাঁর কৃতজ্ঞতা আদায় করি। তাই আমরা যা চাই তা করতে পারি না। যেভাবে ইচ্ছা কথা বলতে পারি না। যেভাবে ইচ্ছা চলতে পারি না। মুক্ত ও স্বাধীন চিন্তা করতে পারি না। যার-তার সাথে বন্ধুত্ব করতে পারি না এবং যেখানে-সেখানে বসতে পারি না।

বরং তার সাথে বসি, আল্লাহ তাআলা যার সাথে বসার আদেশ করেছেন। সেই ব্যক্তির সঙ্গ ত্যাগ করি, আল্লাহ তাআলা যার সঙ্গ ত্যাগ করার আদেশ করেছেন। সেই ব্যক্তিকে বর্জন করি, আল্লাহ তাআলা যাকে বর্জন করতে বলেছেন। সেই ব্যক্তির বন্ধুত্ব গ্রহণ করি, আল্লাহ তাআলা যার বন্ধুত্ব গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আর এতেই আমাদের সম্মান ও মর্যাদা নিহিত।

মুবারকপুরি রহ. বলেন : যার দ্বীনদারি ও চরিত্রমাধুরীর প্রতি সন্তুষ্ট ও আনন্দিত হও তাকে বন্ধুরূপে গ্রহণ করো। আর যার দ্বীনদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট ও খুশি হতে না পারো, তাকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা মানুষের স্বভাব ও মেজাজ প্রতিক্রিয়াশীল। পারস্পরিক সান্নিধ্য ও সাহচর্য মানুষের সংশোধন ও বিপর্যয়ে কার্যকর ভূমিকা পালন করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ