তার লেখায় বিশেষ ভাবে পাওয়া যায় বীরভূম-বর্ধমান অর্থাৎ রাঢ় অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোষ্টম, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। ছোট বা বড় যে ধরনের মানুষই হোক না কেন, তারাশঙ্কর তার সব লেখায় মানুষের মহত্ত্ব ফুটিয়ে তুলেছেন, যা তার লেখার সবচেয়ে বড় গুণ। সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তার অনেক গল্প ও উপন্যাসের বিষয়। সেখানে আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা, নগর জীবনের বিকাশের কথা।
আজ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণদিবসে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা...।
ওপাড়ে ভালো থাকুক প্রিয় এই লেখক।
জিহাদ মুনতাছির সাইম
২৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
- Zihad Muntasir Seam
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....