তেরো ঘর এক উঠোন : মুনীরা কায়ছান | Tero Ghor Ak Uthon By Murina Kaysan

  • তেরো ঘর এক উঠোন
  • মুনীরা কায়ছান 
  • গল্পগ্রন্থ 
  • উপকথা প্রকাশন 
  • মলাট মূল্য: ৩৫০
  • সম্ভাব্য প্রকাশকাল: ৫ অক্টোবর 
  • ছাড় মূল্য -২৩৫ টাকা
  • কুরিয়ার চার্জ -৫০ টাকা
  • ঢাকায় ক্যাশ অন চার্জ -৬০ টাকা

At A Glance

"তেরো ঘর এক উঠোন" মূলত এটি একটি গল্পগ্রন্থ লেখক মুনিরা কায়ছান এর প্রথম গল্পগ্রন্থ ও এটি। উপকথা প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া ৩৫০ পৃষ্ঠার এই বইটির মূল্য ধরা হয়েছে ২৩৫ টাকা। বইটির প্রথম প্রকাশ ২০২২ এ অক্টোবর মাসের ৫ তারিখ।

তের ঠিক কবে থেকে 'আনলাকি' সংখ্যা ধরে নিল সবাই, তার ঠিকঠাক হিসেব নেই কারো কাছেই। তের একটা প্রাইম নাম্বার।  আর ফিবোনাক্কি রাশিমালাতেও তের আছে। এজটেক মিথলজিতে তেরটা বেহেশতের কথা আছে। 

সংকলনের নামটা খানিক ধার করা। ' বারো ঘর এক উঠোন ' নামে স্বদেশী আন্দোলন করা ভীষণ রকম বাস্তববাদী লেখক জ্যোতিরিন্দ্র নন্দীর একটা উপন্যাস আছে। উপন্যাসের কাভার আবার ভীষণ প্রিয় পূর্ণেন্দু পত্রীর করা।  এই তেরটা গল্পের একটায় পূর্ণেন্দুবাবুর শুভঙ্কর নন্দিনী চলে এসেছে। জ্যোতিবাবু ভীষণ বাস্তব লেখক। লেখায় চূড়ান্ত বাস্তবতা আনতে সমাজের দলিতদের সাথে থেকেছেন, লিখেছেন খুব কাছ থেকে দেখা তাদের জীবনের অংশ। আমি বাস্তবতাকে খুব কাছ দেখতে ভয় পাই হয়ত, অনেকটা  বদ্ধ হাড়িতে গোখরো থাকতে পারে ধরে নিয়ে আশপাশে ঘুরে বেড়াতে নিশ্চিন্তবোধ করি। আর তাই  পরাবাস্তব কিংবা জাদুবাস্তবতা তুলে আনি লেখায়। 

জুডাস স্ক্যারিয়ট তের নম্বর আসনে যীশুর সাথে বসেছিলেন  লাস্ট সাপারের সময়। এখানে একটা মজার প্রশ্ন আসে। তের নম্বর আসনে বসেছিলেন বলেই কি বিশ্বাসঘাতক হয়েছিলেন তিনি নাকি বিশ্বাসঘাতক হবেন বলেই তের নম্বর আসনে বসেছিলেন? একটা প্যারাডক্স চলে আসে। আমারও ইচ্ছে হল পাঠকদের জন্যে একটা প্যারাডক্স ছুঁড়ে দেই। তেরটা গল্প নিয়ে সংকলন করেছি বলেই সেটা পাঠকের ভাল লাগবে নাকি পাঠকের ভাল লাগবে বলেই তেরটা গল্প দিয়েছি?  প্রশ্নে ঋণাত্মক অংশ যোগ করে প্যারাডক্সটা জটিল করা যায়। তেরটা গল্প বলেই সংকলনটা ভাল লাগেনি পাঠকের -তাও হতে পারে।  প্যারাডক্সের সমাধান  পাঠকের কাছ থেকেই পাবার আশা রাখি।

গল্পগ্রন্থ তের  ঘর এক উঠোন প্রি অর্ডার লিংক -
সর্বোচ্চ ছাড় চলছে ক্ষণিকা, বুকোহলিক এবং বইপরীতে।  এই সুযোগ চলবে ৫ অক্টোবর পর্যন্ত।


মুনীরা কায়ছান এর প্রথম গল্পগ্রন্থ “তেরো ঘর এক উঠান” এর প্রি-অর্ডার কাল থেকে শুরু হবে। অর্ডার করতে পারবেন আপনার পছন্দের বুকশপে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ