- বই : আকাশে হেলান দিয়ে
- লেখক : সমরেশ মজুমদার
সমরেশ মজুমদারের লেখার সাথে যারা পরিচিত, তারা নিশ্চয়ই গর্ভধারিণী বইয়ের সাথেও পরিচিত। আচ্ছা, আপনাদের কি আনন্দের কথা মনে আছে? ওই যে নীতিবান ছেলেটি, যার শান্ত মেজাজ এবং গুরুগম্ভীর নেতৃত্ব নজর কাড়া ছিল৷ মনে পড়ে?
সমরেশ মজুমদারের এ আনন্দ চরিত্রটি আকাশে হেলান দিয়ে বইয়েও পেলাম। এ বইটিতেও আনন্দ কেমন শান্ত, প্রতিবাদহীন। লেখক নাম দিয়েছেন আনন্দ অথচ তার জীবন থেকে সব আনন্দ কেমন নিঃশেষ করে দিলেন।
আমি যখন গর্ভধারিণী বই পড়েছিলাম, তখন রাগে-ক্ষোভে একটি চরিত্রের প্রতি আমি মনের মধ্যে যেন হিং""স্র হয়ে ওঠেছিলাম। তাকে যদি বাস্তবে পেতাম। তবে কষে এক চ""ড় লাগাতেও দ্বিধা করতাম না। নামটি হলো জয়িতা। এমনই একটি বিষাক্ত মেয়ে চরিত্র এ বইয়েও পেলাম, সুজাতা।
কিছু মেয়েকে দেখলে নিজেকে মেয়ে বলে পরিচয় দিতে কেমন সংকোচ হয়। সুজাতাও তেমনই একটি চরিত্র। আমার চেয়ে বয়েসে বড়ো হলেও আমি সত্যি তাকে কষে এক চ""ড় লাগিয়ে দিতাম। কারণ আনন্দের জীবনের সকল আনন্দ সে এভাবে কেন কেড়ে নিলো?
ভীষণ সাদামাটা বই। তবে পড়তে গিয়ে বিরক্ত আসেনি। যুবক-যুবতীর লাল-নীল প্রেমের কাহিনি এখানে বর্ণিত হয়নি। বার্ধক্যে এসে পৌঁছেছে এমন তিনজন মানুষের সাথে যুবতী এক মেয়েকে নিয়ে কাহিনি রেলগাড়ীর মতো ছুটেছে।
সমরেশ মজুমদার আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। তাঁর লেখার মূল্যায়ন আমাকে দিয়ে হবে না। তবে কাহিনি নিয়ে যৎসামান্য বলার চেষ্টা করেছি।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....