- বই : আসমান
- লেখক : লতিফুল ইসলাম শিবলী
- প্রকাশনী : নালন্দা
- ১০ম মুদ্রণ : ২০১৯
- পেপারব্যাক মুদ্রিত মূল্য : ১০০ টাকা
- রিভিউ ক্রেডিট : Zubair Ahmed
বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা বড়ো নাম, শিবলী ভাই। তার বই এই প্রথমবারের মতো পড়লাম।
মূল কথায় যাই সরাসরি। আপনি যদি ইসলামিক উপন্যাস পছন্দ করেন তাইলে এই বই আপনারে একটা ভিন্নরকম ফিল দেবে। বিশেষ করে আপনার বয়সটা যদি ১৮-৩০ এর মধ্যে হয়। মূল চরিত্র ওমার। ভার্সিটিতে লাইফে একটা মেয়েকে ভালোবাসতো এবং কিছুদিন পর মেয়েটা তার সাথে betray করে। ফলে যা হবার তাই, মানসিকভাবে ভেঙে পড়ে খুব। ওমারের বন্ধু থাকে রুশো, যে কিনা বিখ্যাত গায়ক জিম মরিসনের ভক্ত।
কিন্তু রুশোর সঙ্গও ওমারকে মানসিক শান্তি দিতে পারে না। একপর্যায়ে সে এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব গড়ার চেষ্টা করে তার মায়ের পরামর্শে। ইমাম সাহেব তাকে অনেক বোঝান এই পার্থিব জীবনের নানান রকম দর্শন। যদি টপ নচ ফিকশনের প্রতি নেশা থাকে বইয়ের এই পর্যায়ে এসে একটু একঘেয়েমি লাগতে পারে, যেটা আমার লেগেছিলো। কারণ এরপর থেকে বইটা অনেক ধর্মীয় এবং আধ্যাত্মিক জ্ঞানগর্ভ কথাবার্তায় ঠাসা।
তবে কথাগুলো বেশ কাজে দেয়ার মতোই। মোটামুটি অর্ধেকটা পথ যাওয়ার পর আবার কাহিনির ফ্লো ফিরে আসবে যখন ওমার বাংলাদেশ থেকে পাকি*স্তান যায় তাবলীগ দলের সাথে ইজতেমায়৷
এরপর সেখান থেকে আফগানিস্তান৷ সেখানে যুদ্ধ, প্রেম এবং অনেক কঠিন রিয়্যালিটি ফেস করতে হয় তাকে৷ এই অংশটুকুই বইটার প্রাণ৷ বইয়ের শেষটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। গুজবাম্পস হওয়ার মতো ব্যাপার। একটা তৃপ্তির ঢেঁকুর তুলতে পারবেন শেষ করে।
পার্সোনাল রেটিং: ৭/১০
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....