ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস এই বইটি দুই মহান মুসলিম সেনাপতি নূরুদ্দীন মাহমূদ ও সালাহউদ্দীন আইয়ুবীর যুদ্ধ ও সংগ্রামী জীবনের মূল লক্ষ্য-উদ্দেশ্যও পরিস্ফূট করে দেবে। আলেম-উলামা, মুহাদ্দিস, ফকীহ ও দীনি ব্যক্তিবর্গের অমর কীর্তিনামার কথাও তুলে ধরবে। যারা সদাসর্বদা দীনের প্রচার-প্রসারে এবং দীনমনষ্ক প্রজন্ম তৈরিতে বিরাট অবদান রেখেছেন। এর পাশাপাশি বইটি নানান ফেতনা ও যুদ্ধ-সংঘর্ষের ঐতিহাসিক ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদানের মধ্য দিয়ে জাতি-সমাজ ও রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ তাআলার কর্মনীতি ব্যাখ্যা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলার রীতিনীতি বোঝা এবং ঐতিহাসিক প্রেক্ষিতে সেগুলোর সত্যমর্ম উদ্ঘাটনে পথনির্দেশ করবে, উম্মাহর হারানো ঐতিহ্য ও মর্যাদা পূনরুদ্ধারে আলেম-উলামাদের অগ্রণী ভূমিকা পালনের গুরুত্বের কথা তুলে ধরবে এবং বস্তুজাগতিক ক্ষেত্রে এমন উপায়-উপকরণ সংগ্রহে উদ্বুদ্ধ করবে- যার দ্বারা সত্যিকারার্থেই শত্রুবাহিনীর বিপক্ষে বিজয় লাভ করা যায়।
বই- ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস
প্রকাশনী: Maktabatun Nur - মাকতাবাতুন নূর
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....