মুমিনের ৩৬৫ দিনের আমল - লেখক : শাইখ হামদান আল-হুমাইদি

মানুষ বিপদের সম্মুখীন হয়। কষ্টে পড়ে তার জীবন।দয়ার প্রয়োজন হয় তখন।হতাশা আর নিরাশার দোলাচলে ভোগে সে। রহমতের প্রত্যাশায় ব্যাকুল হয়ে ওঠে তার হৃদয়। কিঞ্চিত দয়ার বাসনায় মুখিয়ে থাকে সে। 



আল্লাহ তাআলা তখন মানুষকে নামাজ ও সবরের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। তালাশ করতে বলেছেন তাঁর রহমত ও দয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা আল্লাহর থেকে দয়া ও রহমত চাও। কেননা, আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। 
মহান আল্লাহ হলেন সর্বাধিক লজ্জাশীল এবং সবচেয়ে অধিক আত্নমর্যাদার অধিকারী। এমন উচ্চতর আত্নমর্যাদার কারণে বান্দা যখন তাঁর কাছে কিছু চায়,তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। 
হজরত সালমান (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক লজ্জাশীল ও আত্নমর্যাদাশীল। সুতরাং মানুষ যখন তাঁর কাছে দুই হাত তোলে, তখন তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (সুনানু আবি দাউদ) 

ব‌ই : মুমিনের ৩৬৫ দিনের আমল
লেখক : শাইখ হামদান আল-হুমাইদি
হজরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার (রহ) 
অনুবাদ : সালিম আবদুল্লাহ
পৃষ্ঠা : ৫৮৬ 
প্রকাশনী : দারুত তিব‌ইয়ান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ