নিগৃঢ় ৩ - মুহম্মদ আলমগীর তৈমূর
📚 বই- নিগৃঢ় ৩
আমাদের দেশে অতিপ্রাকৃত জনরা নিয়ে যারা কাজ করেন তাদের মধ্য শীর্ষস্থানীয় হলেন মুহম্মদ আলমগীর তৈমূর স্যার। তার ছোটো গল্পের কালেকশন নিয়ে বিবলিওফাইল থেকে প্রকাশিত হচ্ছে 'নিগৃঢ়'।
এর প্রথম এবং দ্বিতীয় খণ্ড এরইমাঝে পাঠকপ্রিয়তা পেয়েছে, যার ধারাবাহিকতায় এবার আসছে নিগৃঢ়-৩। গত দুই খণ্ডে পুরাতন গল্প ছিল, তবে এবারের খণ্ডে যুক্ত হয়েছে নতুন কিছু গল্প; আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। এবারের খণ্ডে যে পাঁচটি গল্প থাকছে--
১. কান্তজিউয়ের পিশাচ
২. হৃদয়পুর কতদূর
৩. ষষ্ঠ ইন্দ্রিয়
৪. ইয়াঘুত রত্ন ভান্ডার
৫. ষোড়ক্ষরী বিদ্যা
📚 বই- নিগৃঢ় ৩
✒️ লেখক- মুহম্মদ আলমগীর তৈমূর
🖌️ প্রচ্ছদ শিল্পী- রিয়াজুল ইসলাম
🖌️ অলংকরণঃ গৌতম দাশগুপ্ত
🔰 পৃষ্ঠা- ২৫৬ (সম্ভাব্য)
🧮 প্রকাশনী- বিবলিওফাইল
💰 মূদ্রিত মূল্য- ৪৬৫/-
বিঃদ্রঃ বইটির প্রি-অর্ডার চলছে প্রকাশনীর পেজে।
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....